সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

ইউক্রেনে রেকর্ড ড্রোন হামলা রাশিয়ার

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৩, ২০২৫, ১০:২০ এএম

ইউক্রেনে রেকর্ড ড্রোন হামলা রাশিয়ার

ছবি- সংগৃহীত

২০২২ সালের ২৪শে ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে পূর্ণ মাত্রায় সামরিক অভিযান শুরু করার পর থেকে দুই দেশের মধ্যে সংঘাত চলছে। এই যুদ্ধের একটি প্রধান কৌশল হিসেবে রাশিয়া ইউক্রেনের সামরিক ও বেসামরিক স্থাপনাগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। সাম্প্রতিক সময়ে এই হামলার তীব্রতা এবং সংখ্যা আরও বেড়েছে, যা ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা এবং বেসামরিক জীবনের জন্য বড় ধরনের হুমকি সৃষ্টি করছে। ইউক্রেন এবং তার পশ্চিমা মিত্র দেশগুলো এই ধরনের হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং ইউক্রেনের জন্য আরও উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার দাবি জানাচ্ছে।


 রাশিয়া ইউক্রেনে গত এক মাসে ৬ হাজারেরও বেশি ড্রোন নিক্ষেপ করেছে, যা ২০২২ সালে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যেকোনো মাসের তুলনায় সর্বোচ্চ। ইউক্রেনের বিমান বাহিনীর দেওয়া তথ্যের ভিত্তিতে ফরাসি সংবাদ সংস্থা এএফপি এবং কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট এই খবর প্রকাশ করেছে। এই হামলায় বহু বেসামরিক মানুষ নিহত এবং আহত হয়েছেন, এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই মাসে রাশিয়া ইউক্রেনে ৬ হাজার ২৯৭টি দূরপাল্লার ড্রোন নিক্ষেপ করেছে, যা জুন মাসের তুলনায় প্রায় ১৬ শতাংশ বেশি। কিয়েভ ইন্ডিপেন্ডেন্টের দেওয়া তথ্য অনুযায়ী, এর মধ্যে ৬ হাজার ১২৯টি ছিল শাহেদ-ধরনের ড্রোন, যা গত বছরের একই মাসের তুলনায় ১৪ গুণ বেশি। ইউক্রেনীয় বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইহনাত জানিয়েছেন, প্রকৃত হামলার সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ এই পরিসংখ্যানগুলো প্রাথমিক অনুমানের ওপর ভিত্তি করে করা।

এই ড্রোন হামলায় ইউক্রেনের বিভিন্ন শহরের আবাসিক ভবন, একটি কিন্ডারগার্টেন এবং অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন বেসামরিক লক্ষ্যবস্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু গত ৯ জুলাই এক রাতেই রুশ বাহিনী রেকর্ড ৭৪১টি ড্রোন নিক্ষেপ করে, যা গত বছরের পুরো জুলাই মাসের মোট ড্রোন হামলার চেয়েও বেশি। এই এক রাতের হামলায় সুমি, দোনেৎস্ক এবং খেরসন অঞ্চলে কমপক্ষে ৮ জন নিহত হন।

ইউক্রেন এই হামলার মোকাবিলায় পশ্চিমা দেশগুলোর কাছ থেকে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চেয়ে আসছে। হামলার তীব্রতা বাড়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে আরও ‘প্রতিরক্ষামূলক অস্ত্র’ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে পরবর্তীতে পেন্টাগন মজুদের পরিমাণ কম থাকার কারণে কিছু অস্ত্র সরবরাহ বন্ধ করে দেয়। এএফপির তথ্য অনুযায়ী, জুলাই মাসে রাশিয়া ড্রোন ছাড়াও ১৯৯টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।