আগস্ট ৩, ২০২৫, ১২:৫৭ পিএম
গাজায় শনিবার (২ আগস্ট) মাত্র ৩৬টি সহায়তা ট্রাক প্রবেশ করেছে বলে জানিয়েছে অঞ্চলটির কর্তৃপক্ষ। এই সংখ্যা জাতিসংঘের হিসাবমতে দৈনিক ৫০০ থেকে ৬০০ ট্রাক প্রয়োজনীয় সহায়তার তুলনায় অত্যন্ত অপ্রতুল।
ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ জানিয়েছে, এই ট্রাকগুলোর বেশির ভাগই বিতরণের আগেই লুট হয়ে গেছে। গাজা কর্তৃপক্ষ এর জন্য ইসরায়েলকে দায়ী করে বলেছে, ইসরায়েল "পদ্ধতিগত ও ইচ্ছাকৃতভাবে" গাজায় "নিরাপত্তাহীনতা ও বিশৃঙ্খলা" সৃষ্টি করছে।
এক বিবৃতিতে বলা হয়, "লজ্জাজনক আন্তর্জাতিক নীরবতার মাঝে গাজার শিশুদের মাঝে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ছে।"
স্থানীয় কর্তৃপক্ষ অবিলম্বে সীমান্ত ক্রসিংগুলো খুলে দেওয়া এবং পর্যাপ্ত পরিমাণে সহায়তা ও শিশুদের জন্য ফর্মুলা দুধ প্রবেশের আহ্বান জানিয়েছে। গাজার এই চরম মানবিক সংকট আন্তর্জাতিক মহলের আরও দ্রুত এবং কার্যকর পদক্ষেপের দাবি রাখে।