সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

‘অপারেশন সিদুঁর’ অভিযানে ইসরাইলের অস্ত্র ব্যবহার করেছিল ভারত

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৮, ২০২৫, ০৭:৫৭ পিএম

‘অপারেশন সিদুঁর’ অভিযানে ইসরাইলের অস্ত্র ব্যবহার করেছিল ভারত

ছবি- সংগৃহীত

জম্মু ও কাশ্মীরের পেহেলগামে একটি প্রাণঘাতী হামলার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন সিদুঁর’ নামে সামরিক অভিযান পরিচালনা করে। এর জবাবে পাকিস্তানও ‘অপারেশন বুনইয়ান-উম-মারসুস’ নামে পাল্টা হামলা চালায়। চার দিনব্যাপী এই সংঘাতে দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। সম্প্রতি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক গুরুত্বপূর্ণ মন্তব্যে স্বীকার করেছেন যে, ভারতের এই অভিযানে তেলআবিব থেকে সরবরাহকৃত অস্ত্র ব্যবহার করা হয়েছিল। এই ঘটনা ভারত-ইসরাইল প্রতিরক্ষা সম্পর্ককে আরও বেশি উন্মোচিত করেছে।

পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সাম্প্রতিক সামরিক অভিযান ‘অপারেশন সিদুঁর’-এ ইসরাইলি অস্ত্র ব্যবহার করা হয়েছিল, যা এতদিন নয়াদিল্লি সরাসরি স্বীকার করেনি। শুক্রবার (৮ আগস্ট) বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, "আমরা আগে যা সরবরাহ করেছি, তা মাঠে খুব ভালো কাজ করেছে… আমরা আমাদের অস্ত্র বাস্তব যুদ্ধক্ষেত্রে পরীক্ষা করি।"

জিও নিউজ এবং ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ভারতের সামরিক বাহিনী ইসরাইলের সঙ্গে যৌথভাবে তৈরি বারাক-৮ সারফেস-টু-এয়ার মিসাইল সিস্টেম এবং ইসরাইলি হার্পি ড্রোন ব্যবহার করেছিল। এই অস্ত্রগুলো পাকিস্তানি ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

জম্মু ও কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার জন্য প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দায়ী করে ভারত এই অভিযান শুরু করেছিল। এর প্রতিক্রিয়ায় পাকিস্তান ‘অপারেশন বুনইয়ান-উম-মারসুস’ চালায়, যেখানে ছয়টি ভারতীয় যুদ্ধবিমান (তিনটি রাফালসহ) এবং বহু ড্রোন ভূপাতিত করার দাবি করা হয়। মোট ৮৭ ঘণ্টার সংঘাতের পর ১০ মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়।

নেতানিয়াহু তার এক্স (সাবেক টুইটার) পোস্টে ইসরাইলে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত জেপি সিং-এর সঙ্গে নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনার কথা জানান। এরপর ভারতীয় সাংবাদিকদের সঙ্গে এক বৈঠকে তিনি অস্ত্র ব্যবহারের বিষয়টি উল্লেখ করেন।

মুম্বাইয়ে ইসরাইলের কনসাল জেনারেল কোবি শোশানি ‘অপারেশন সিদুঁর’-কে ‘আত্মরক্ষামূলক পদক্ষেপ’ আখ্যা দিয়ে তাতে গর্ব প্রকাশ করেছেন। গত এক দশকে ভারত ইসরাইল থেকে ২.৯ বিলিয়ন ডলারের বেশি মূল্যের সামরিক সরঞ্জাম আমদানি করেছে। চলমান গাজা যুদ্ধের মধ্যেও তেলআবিব ভারতকে অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে।