সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

আফগান সীমান্তে ৩৩ সন্ত্রাসীকে হত্যা করার দাবি পাকিস্তানের

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৯, ২০২৫, ১০:১৮ এএম

আফগান সীমান্তে ৩৩ সন্ত্রাসীকে হত্যা করার দাবি পাকিস্তানের

ছবি- সংগৃহীত

পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত অঞ্চলে প্রায়ই সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা ঘটে। পাকিস্তান সরকার বরাবরই অভিযোগ করে আসছে যে, আফগান ভূখণ্ড থেকে তাদের দেশে সন্ত্রাসী অনুপ্রবেশ ঘটে। সম্প্রতি, এমনই এক ঘটনার জেরে পাকিস্তানের সেনাবাহিনী বেলুচিস্তান প্রদেশে একটি অভিযান পরিচালনা করে। এই অভিযানে ৩৩ জন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে তারা। এই ঘটনা আবারও দুই দেশের মধ্যেকার সীমান্ত উত্তেজনাকে সামনে নিয়ে এসেছে।

আফগানিস্তান থেকে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে প্রবেশের চেষ্টাকালে ৩৩ জন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী। শুক্রবার (৮ আগস্ট) এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনী এই তথ্য জানায়। নিহতদের ‘ভারত-প্রায়োজিত’ বিচ্ছিন্নতাবাদী হিসেবে বর্ণনা করেছে পাকিস্তান।

পাকিস্তান সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, বেলুচিস্তানের ঝোব জেলায় রাতে পরিচালিত এক অভিযানে সেনারা ৩৩ জন সন্ত্রাসীকে শনাক্ত করে। তাদের ‘নির্ভুল’ গোলাবর্ষণ করে থামানো হয় এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই সফল অভিযানের জন্য নিরাপত্তা বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, 'আমাদের বীর সেনারা জীবনবাজি রেখে এই অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে এবং সন্ত্রাসীদের নষ্ট চক্রান্ত ধূলিসাৎ করেছে।'

পাকিস্তান প্রায়ই আফগান তালেবান সরকারের বিরুদ্ধে তাদের ভূখণ্ডে সক্রিয় সন্ত্রাসীদের প্রতি উদাসীন থাকার অভিযোগ করে। তবে কাবুল এই অভিযোগ বরাবরই প্রত্যাখ্যান করে আসছে। পাকিস্তান সেনাবাহিনী নিহতদের পেছনে ভারতের সমর্থন থাকার দাবি করলেও এর সপক্ষে কোনো প্রমাণ দেয়নি। ভারত অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে এবং সাম্প্রতিক এই ঘটনায় কোনো মন্তব্য করেনি।