বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

জুলাই সনদের এই খসড়া গ্রহণ করতে পারি না: এনসিপি

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২৯, ২০২৫, ০৬:২৪ পিএম

জুলাই সনদের এই খসড়া গ্রহণ করতে পারি না: এনসিপি

ছবি- সংগৃহীত

জাতীয় ঐকমত্য কমিশন ‘হঠাৎ’ জুলাই সনদের খসড়া প্রকাশ করেছে এবং সিদ্ধান্ত গ্রহণপদ্ধতি নিয়ে আলোচনা করেনি—এমন মন্তব্য করে উষ্মা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

দলটির যুগ্ম আহ্বায়ক জাভেদ রাসিন বলেছেন, "আমরা এটির তীব্র বিরোধিতা করছি। আলোচনার পদ্ধতি নিয়েই আলোচনা হয়নি, অথচ তারা খসড়া প্রকাশ করেছে। এটা আমরা গ্রহণ করতে পারি না।"

আজ মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের ২১তম দিনের সংলাপের বিরতিতে এনসিপির এই অবস্থান তুলে ধরেন তিনি।

জাভেদ রাসিন বলেন, "আমরা স্পষ্টভাবে বলেছি, যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, তা নির্বাচনের আগেই আইনগত ভিত্তি পেতে হবে এবং সেই ভিত্তিতে পরবর্তী সংসদ নির্বাচন হতে হবে।"

জাভেদ বলেন, কমিশন ছয়টি সিদ্ধান্ত গ্রহণ পদ্ধতির কথা বললেও তা নিয়ে আলোচনা না করেই হঠাৎ করে জুলাই সনদের খসড়া প্রকাশ করেছে, যা আমরা সঠিক কাজ বলে মনে করছি না। "এভাবে একতরফাভাবে কিছু চাপিয়ে দিলে তা আমরা মানি না।"

এনসিপির এই নেতা জানান, তাদের দল মৌখিকভাবে এই অবস্থান জানিয়েছে, প্রয়োজনে লিখিতভাবে জানানো হবে।

আগের দিন সোমবার জুলাই জাতীয় সনদের ওই খসড়া আলোচনায় অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর কাছে হস্তান্তর করে ঐকমত্য কমিশন। যেসব সংস্কার প্রস্তাব বা সুপারিশের বিষয়ে ঐকমত্য হচ্ছে, দুই বছরের মধ্যে সেগুলো বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার নেওয়ার কথা বলা হয়েছে সেখানে।

খসড়ার ‘অঙ্গীকারনামায়’ সাতটি বিষয়কে অন্তর্ভুক্ত করেছে জাতীয় ঐকমত্য কমিশন। খসড়াটি চূড়ান্ত হলে তাতে রাজনৈতিক দলের নেতা বা প্রতিনিধিদের পাশাপাশি প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এবং জাতীয় ঐকমত্য কমিশনের অন্য সদস্যদের সই থাকবে। এ খসড়ায় জুলাই জাতীয় সনদ তৈরির পটভূমি, ঐকমত্য কমিশনের গঠন ও কার্যক্রম তুলে ধরার পর রাজনৈতিক দলের সঙ্গে কমিশনের আলোচনায় উঠে আসা প্রস্তাব বা সুপারিশগুলো যুক্ত করার কথা বলা হয়েছে।

কেয়ারটেকার সরকারের গঠন প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক আলোচনায় ‘র‍্যাংক চয়েস ভোটিং’ পদ্ধতির প্রতি সমর্থন জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। জাভেদ রাসিন বলেন, "আজ বিচার বিভাগ থেকে আরও দুই সদস্য যুক্ত করে সাত সদস্যের একটি কমিটি গঠনের প্রস্তাব এসেছে যারা ভোট দেবেন। আমরা এই প্রস্তাবে একমত হয়েছি। প্রায় সব রাজনৈতিক দল একমত, কেবল বিএনপি ও কিছু সহযোগী দল ছাড়া।"

তিনি আরও বলেন, দলটির ফোরামে আলোচনা করেই জুলাই সনদে সই করা হবে কি না সে সিদ্ধান্ত নেওয়া হবে। "আমাদের স্পষ্ট অবস্থান—আলোচনার মাধ্যমে ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে।"