বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

৫ মাসে কোনো ম্যাচ না খেলেও র‍্যাংকিংয়ের শীর্ষে উঠলেন ভারতীয় ওপেনার

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ৩০, ২০২৫, ০৪:১৯ পিএম

৫ মাসে কোনো ম্যাচ না খেলেও র‍্যাংকিংয়ের শীর্ষে উঠলেন ভারতীয় ওপেনার

ছবি- সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেটে খেলোয়াড়দের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে আইসিসি নিয়মিত র‍্যাংকিং প্রকাশ করে। এই র‍্যাংকিংয়ে স্থান পাওয়া একজন ক্রিকেটারের জন্য অত্যন্ত সম্মানজনক। তবে, কখনো কখনো এমন ঘটনা ঘটে যখন একজন খেলোয়াড় দীর্ঘদিন ম্যাচ না খেলেও র‍্যাংকিংয়ে শীর্ষে উঠে আসেন, যা ক্রিকেট বিশ্বে আলোচনার জন্ম দেয়। সম্প্রতি ভারতীয় ওপেনার অভিষেক শর্মার ক্ষেত্রে এমনই এক বিরল ঘটনা ঘটেছে।

ইংল্যান্ড সিরিজে টেস্ট খেলছে ভারত। তারা সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিল মাস পাঁচেক আগে। তাই এই সময়ে ভারতের জার্সিতে আর মাঠে নামা হয়নি অভিষেক শর্মার। কিন্তু তারপরও ভারতীয় এই ওপেনার আইসিসি টি-টোয়েন্টি ব্যাটারদের র‍্যাংকিংয়ে বিস্ময়কর উন্নতি করেছেন।

ক্যারিয়ারে প্রথমবারের মতো টি-টোয়েন্টি ব্যাটারদের র‍্যাংকিংয়ে শীর্ষে উঠেছেন অভিষেক শর্মা। মূলত ট্রাভিস হেডের অবনতির কারণেই কোনো ম্যাচ না খেলেও উন্নতি হয়েছে অভিষেকের। এক ধাপ এগিয়ে ৮২৯ রেটিং পয়েন্ট নিয়ে এখন শীর্ষে অবস্থান করছেন এই বাঁহাতি ব্যাটার।

ভারতের তৃতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ব্যাটারদের র‍্যাংকিংয়ে চূড়ায় ওঠার কীর্তি গড়েছেন অভিষেক। এর আগে ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে এই সংস্করণের ব্যাটারদের মধ্যে চূড়ায় উঠেছিলেন বিরাট কোহলি। এছাড়া সূর্যকুমার যাদবও এই স্বাদ পেয়েছেন।

অভিষেক শীর্ষে উঠায় দুইয়ে নেমেছেন অস্ট্রেলিয়ার তারকা ওপেনার ট্রাভিস হেড। সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলেননি তিনি। ফলে তার রেটিং পয়েন্ট কমেছে ৩৩। ৮১৪ রেটিং পয়েন্ট নিয়ে তিনি দুইয়ে আছেন এখন।

তবে অজিদের মধ্যে উন্নতি হয়েছে জশ ইংলিশের। সদ্য সমাপ্ত পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ক্যারিবিয়ানদের বিপক্ষে ভালো পারফর্ম করেছেন তিনি। তাতে ৬ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা নবম স্থানে অবস্থান করছেন। এছাড়া ১২ ধাপ এগিয়ে ১৮ নম্বরে উঠে এসেছেন আরেক অজি টিম ডেভিড।

অভিষেক শর্মার এই অভাবনীয় র‍্যাংকিংয়ে উন্নতি, আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে তার ক্রমবর্ধমান প্রভাবের ইঙ্গিত দেয়, যদিও তিনি সম্প্রতি মাঠে নামেননি।