রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২

‘জাহাঙ্গীরনগরে অতিথি পাখি মারলে বিচার হয়, কিন্তু শিবির পিটিয়ে মারলে বিচার হয় না’

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৩, ২০২৫, ১০:১৭ পিএম

‘জাহাঙ্গীরনগরে অতিথি পাখি মারলে বিচার হয়, কিন্তু শিবির পিটিয়ে মারলে বিচার হয় না’

ছবি - সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে পরাজিত হয়েও এক বিস্ফোরক মন্তব্য করেছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী আরিফ উল্লাহ। তিনি অভিযোগ করে বলেছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এমন একটি জায়গা যেখানে শিবিরকে পাখির মতো গুলি করে মারা হলেও বিচার হয় না।

আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে নির্বাচনের ফলাফল প্রকাশের পর তিনি এ কথা বলেন।

আরিফ উল্লাহ বলেন, "জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) এমন একটি জায়গা যেখানে ছাত্রশিবিরের নাম শুনলেই পাখির মতো গুলি করে মেরে ফেলা হয়। অথচ এখানে আসা অতিথি পাখি মারলেই তাদের বিচার হয়। সেই জায়গায় আমরা ছাত্রশিবির জাকসু নির্বাচনে একটি পূর্ণাঙ্গ প্যানেল দিতে পেরেছি।"

নির্বাচনে আরিফ উল্লাহ ২ হাজার ৩৯২ ভোট পেয়ে দ্বিতীয় স্থান লাভ করেছেন। তার প্যানেলের পক্ষ থেকে ভিপি পদে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু, যিনি পেয়েছেন ৪ হাজার ৩৩৪ ভোট।

আরিফ উল্লাহ আরও দাবি করেন, তার প্যানেল থেকে ২৫ জনের মধ্যে ২০ জনই জয়লাভ করেছেন। তিনি বলেন, "আজকে ছাত্রশিবিরের প্যানেল থেকে ২০ জন নির্বাচিত হয়েছেন এবং আরও ৫ জন নির্বাচিত হয়েছেন। তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। তারা যেন এই বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক ও বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে পারে।"