রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২
কত ভোটে হারলেন শিবিরের আদিব

স্বতন্ত্রের জিতুর কাছে কত ভোটের ব্যবধানে হারলেন শিবিরের আদিব

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৩, ২০২৫, ১০:৩৫ পিএম

স্বতন্ত্রের জিতুর কাছে কত ভোটের ব্যবধানে হারলেন শিবিরের আদিব

ছবি - সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভিপি (সহ-সভাপতি) পদে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু বিজয়ী হয়েছেন। তিনি শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী আরিফ উল্লাহ আদিবকে ৯৪২ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। শনিবার বিকেল ৫টা ৪০ মিনিটে এই ফলাফল ঘোষণা করা হয়।

ঘোষিত ফলাফলে দেখা যায়, ভিপি পদে বিজয়ী জিতু পেয়েছেন ৩,৩৩৪ ভোট, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আদিব পেয়েছেন ২,৩৯২ ভোট।এবারের জাকসু নির্বাচনে মোট ১১ হাজার ৭৪৩ জন ভোটারের মধ্যে ৬৮ শতাংশ শিক্ষার্থী ভোট দিয়েছেন।

৮টি প্যানেল এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। ভিপি পদে বিজয়ী আব্দুর রশিদ জিতু 'গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন'-এর আহ্বায়ক হিসেবে পরিচিত। অন্যদিকে, পরাজিত হলেও আদিবের প্যানেল জাকসুর ১৯টি সম্পাদকীয় পদের মধ্যে ১৫টিতে এবং কার্যকরী সদস্যের ৬টি পদের মধ্যে ৫টিতে জয়লাভ করেছে, যা তাদের সামগ্রিক শক্তি প্রমাণ করে।