রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২

ইগিমির কাছে মাত্র ১ ভোটে জিতলেন শিবিরের রুহুল

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৩, ২০২৫, ১০:২০ পিএম

ইগিমির কাছে মাত্র ১ ভোটে জিতলেন শিবিরের রুহুল

ছবি - সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে নাট্য সম্পাদক পদে একটি নাটকীয় ফলাফল ঘোষণা করা হয়েছে। এই পদে ছাত্রশিবির মনোনীত প্রার্থী রুহুল ইসলাম মাত্র এক ভোটের ব্যবধানে জিতেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সম্প্রীতির ঐক্য প্যানেলের ইগিমি চাকমা পেয়েছেন ১,৯২৮ ভোট, আর রুহুল ইসলাম পেয়েছেন ১,৯২৯ ভোট।

শনিবার বিকেল ৫টা ৪০ মিনিটে এই ফলাফল ঘোষণা করা হয়। জাকসু নির্বাচনে মোট ভোটার ছিল ১১ হাজার ৭৪৩ জন। ২১টি হলে অনুষ্ঠিত এই নির্বাচনে প্রায় ৬৮ শতাংশ ভোট পড়েছে।

অন্যান্য শীর্ষ পদের ফলাফলে, ভিপি পদে স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের প্রার্থী আব্দুর রশিদ জিতু বিজয়ী হয়েছেন। তিনি ৩,৩৩৪ ভোট পেয়েছেন, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির মনোনীত প্যানেলের আরিফ উল্লাহ আদিব পেয়েছেন ২,৩৯২ ভোট। অর্থাৎ, জিতু ৯৪২ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।

জিএস পদে অবশ্য শিবির মনোনীত প্যানেলের মাজহারুল ইসলাম বিজয়ী হয়েছেন। যদিও ভিপি পদে আদিব হেরেছেন, তবে জাকসুর ১৯টি সম্পাদকীয় পদের মধ্যে ১৫টিতেই জয় পেয়েছে শিবির প্যানেল। এছাড়া কার্যকরী সদস্যের ৬টি পদের মধ্যে ৫টিতেও তাদের প্রার্থীরা জয়লাভ করেছেন।