সেপ্টেম্বর ১৩, ২০২৫, ১০:১৩ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে বিপুল জয়ের পর কোনো ধরনের বিজয় মিছিল না করার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী ছাত্রশিবির। সংগঠনটি জানিয়েছে, বিজয় উদযাপনের পরিবর্তে তারা সৃষ্টিকর্তার কাছে 'সিজদার মাধ্যমে' কৃতজ্ঞতা প্রকাশ করবে।
ভোট গ্রহণ শেষ হওয়ার প্রায় ৪৮ ঘণ্টা পর শনিবার (১৩ সেপ্টেম্বর) জাকসু ও হল সংসদ নির্বাচনের ফল ঘোষণা করা হয়। প্রায় ৩৩ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনে ২৫টি পদের মধ্যে ২০টিতেই জয় লাভ করে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেল।
ফল ঘোষণার পর পরই প্রতিক্রিয়ায় ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, "আলহামদুলিল্লাহ। আল্লাহ অতি মহান। ঢাবির মতো জাবিতেও শিক্ষার্থীরাই বিজয়ী হলেন।"
তিনি বলেন, "যে ক্যাম্পাসে ছাত্রশিবির পরিচয় দেওয়া ছিল হত্যাযোগ্য, সেই বিজয় মহান রবের একান্ত অনুগ্রহ। আমরা দেশের কোথাও কোনো আনন্দ মিছিল করব না, শুধু মহান রবের নিকট সিজদার মাধ্যমে শুকরিয়া আদায় করব।"
শিবির সভাপতি আরও বলেন, "কারও প্রতি আমাদের কোনো অনুযোগ বা বিদ্বেষ নেই। আমরা নিজেদের ও সব ভ্রাতৃপ্রতিম সংগঠনের ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই। গর্ব ও অহংকার হোক আমাদের পায়ের ধুলো, আর উদারতা ও বিনয় হবে আমাদের ব্যবহারের অলংকার।" তিনি আশা প্রকাশ করেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সবার জন্য সম্প্রীতির অনন্য উদাহরণ হবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন-২০২৫-এ ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’সহ শিক্ষার্থীদের ঐতিহাসিক বিজয় উপলক্ষে জাবি কেন্দ্রীয় মসজিদে তাৎক্ষণিক সর্বশক্তিমান আল্লাহর নিকট শোকরিয়া জ্ঞাপনের অংশ হিসেবে দোয়া ও মোনাজাত কর্মসূচি পালন করে ছাত্রশিবির জাবি শাখা।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামসহ কেন্দ্রীয় ও শাখার নেতৃবৃন্দ।
এ সময় নির্বাচনী দায়িত্ব পালনকালে মৃত্যুবরণ করা জাবির চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস মৌমিতার জন্য দোয়া করা হয়।