জুলাই ২৯, ২০২৫, ০৯:৫২ এএম
জয়া আহসান অভিনীত ‘পুতুলনাচের ইতিকথা’ সিনেমার ট্রেলার অন্তর্জালে উন্মুক্ত হয়েছে। ট্রেলারে দেখা মিলল এক রহস্যময়ী জয়ার। তার উদ্দেশ্যে ছবির নায়ক আবীর চট্টোপাধ্যায়কে বলতে শোনা যায়, ‘শরীর! শরীর! তোমার মন নাই কুসুম?’ জয়াকে এতে দেখা যাবে কুসুম নামের চরিত্রে। আবীরের মুখের এ কথা কি কুসুম সম্বন্ধে বলা যায়, নাকি এ শশীর (আবীর চট্টোপাধ্যায়ের চরিত্রের নাম) মনের কোনও গূঢ় দ্বিধা—তা জানার জন্য অপেক্ষা করতে হবে।
আগামী ১লা আগস্ট কলকাতায় মুক্তি পেতে যাওয়া এ সিনেমাটি পরিচালনা করেছেন সুমন মুখোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘পুতুলনাচের ইতিকথা’ অবলম্বনে নির্মিত এ ছবিটিতে জয়া ছাড়া আরো অভিনয় করেছেন আবির, অনন্যা চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, সুরঙ্গনা বন্দোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায় প্রমুখ।
এদিকে এবারের ঈদুল আজহায় মুক্তি পাওয়া বাংলাদেশের দুই ছবি ‘তাণ্ডব’ আর ‘উৎসব’ দিয়ে এখনো আলোচনায় জয়া আহসান। এরমধ্যে নতুন করে এই অভিনেত্রী খবরের শিরোনামে এলেন ভিন্ন চর্চায়।
২০১৩ সালে অরিন্দম শীলের ‘আবর্ত’ ছবি দিয়ে কলকাতায় যাত্রা শুরু হয় জয়ার। এরপর গত এক যুগ ধরে সেখানে তার ব্যস্ততা বেড়েই চলেছে। শুধু ব্যস্ততা বেড়েছে বললে ভুল হবে, গত এক যুগে কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে কটা ভালো ছবি হয়েছে তারমধ্যে জয়ার ছবির সংখ্যা নজর কাড়বে। তার প্রমাণ মেলে ৪টি ‘ফিল্মফেয়ার বাংলা’ পুরস্কার জেতার ঘটনায় (সেখানকার সবচেয়ে সম্মানজনক পুরস্কার)!
তবে বিষয়টিকে ভালোভাবে নেন না সেখানকার অনেকেই। কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রির মানুষ থেকে শুরু করে সেখানকার অনেককেই বলতে শোনা গেছে, ‘ঢাকা থেকে এসে জয়া সব ভালো চরিত্রগুলো করে গেল’। কলকাতার অনেক অভিনেত্রীর মধ্যেও নাকি এ নিয়ে চাপা ক্ষোভ রয়েছে! অনেকে আবার জয়ার সমালোচনা করে বলেন, ‘ঢাকার কাচ্চি বিরিয়ানি খাইয়ে সব বড় পরিচালকদের ছবিগুলো নিজের করে নেন জয়া’!
এবার বিষয়টি নিয়ে কথা বললেন দুই বাংলার জনপ্রিয় এ তারকা। সদ্য মুক্তিপ্রাপ্ত জয়ার ‘ডিয়ার মা’-এর প্রচারণামূলক এক সাক্ষাৎকারে কলকাতার গণমাধ্যম ‘আজকাল’-এ জয়া আহসান বলেন, "তাহলে টনি দা’র (ডিয়ার মা-এর নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরী) কাছেই শুনুন, আমি তাকে ঢাকা থেকে এনে কী খাইয়েছি! আমি তো কিছু খাওয়াতেই পারি না, উল্টো এখানে (কলকাতায়) একা থাকি বলে মাঝেমধ্যেই নির্মাতাদের বাড়িতে হানা দিই, কী আছে ফ্রিজ থেকে বের করে খেয়ে চলে আসি (হাহাহা)।"
এরপর ‘সব ভালো চরিত্রই আপনি করে যাচ্ছেন’ এমন সমালোচনার প্রসঙ্গ তুললে এর উত্তরে জয়া বলেন, "এটা আসলে নির্মাতাদের ও দর্শকদের ভালোবাসার জন্য হয়েছে। তারা আমার ওপর ভরসা করেন বলেই কিছু ভালো কাজ করার সুযোগ পেয়েছি। আরও ভালো কাজ উপহার দেয়ার ইচ্ছে আমার।"
তিনি আরও যোগ করেন, "কিন্তু আমি তো সব ধরনের চরিত্র করতে পারব না, সেটাও মাথায় রাখি। এখানে মিমি (মিমি চক্রবর্তী) যে চরিত্রগুলো করে কিংবা সোহিনী (সোহিনী সরকার) যে চরিত্রগুলো করে ওগুলো তো আমি করতেই পারব না। তাহলে আমি একা সব চরিত্র কিভাবে করছি? একা ইন্ডাস্ট্রির সব চরিত্র করা যায় কখনো?"
আপনার মতামত লিখুন: