সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২

আমি বেশ চুপচাপ স্বভাবের মানুষ

বিনোদন ডেস্ক

জুলাই ২৮, ২০২৫, ০৩:০২ পিএম

আমি বেশ চুপচাপ স্বভাবের মানুষ

ছবি- সংগৃহীত

মুক্তির মাত্র তিন দিনের মাথায় ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে উঠে এসেছে রুবেল হাসানের নাটক ‘বেশি বলে বুলবুলি’। নাটকটি ইতিমধ্যেই ৪০ লাখ ভিউ ছাড়িয়ে গেছে, যার নামভূমিকায় অভিনয় করেছেন তানজিম সাইয়ারা তটিনী। জনপ্রিয় এই অভিনেত্রীর সঙ্গে তার চরিত্র, নাটকের বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন কামরুল ইসলাম।

কেমন আছেন?

কয়েক দিন ধরে অসুস্থ। জ্বর-সর্দি, সিজনাল ফ্লু সম্ভবত। আজ একটু ভালোর দিকে।

‘বেশি বলে বুলবুলি’ নিয়ে দর্শকের প্রতিক্রিয়া দেখছেন?

হ্যাঁ, দর্শকের প্রতিক্রিয়া সব সময়ই খেয়াল করি। এটা দরকারও। কাজের ভালো-মন্দ প্রতিক্রিয়া জানা জরুরি। এ নাটকটির রেসপন্স খুব ভালো।

গল্পের বুলবুলি বেশি কথা বলে। বাস্তবের বুলবুলি, মানে আপনি কেমন?

একদমই বিপরীত। বাস্তবে আমি বেশ চুপচাপ স্বভাবের মানুষ। সেদিক থেকে বুলবুলি চরিত্রটা আমার জন্য চ্যালেঞ্জিং ছিল। তবে গল্পটা যেহেতু মজার, শুটিং এনজয় করেছি। খুব বেশি কষ্ট হয়নি।

এ গল্পে তৌসিফ মাহবুবের চরিত্রটা ভীষণ কৃপণ। বাস্তবের সঙ্গে মিল আছে?

আমার কখনো মনে হয়নি তিনি এমন কৃপণ। আসলে আমাদের দুজনের ক্ষেত্রেই চরিত্র দুটি বিপরীত।

নাটকে নতুন আর কী করছেন?

একদিকে অসুস্থতা, আবার নিজ থেকেও একটু বিরতি নিয়েছি। ঈদ কিংবা ভ্যালেনটাইনে তো আমরা ছুটি নিতে পারি না, কাজের চাপ বেশি থাকে। তাই এখন একটু অবসর কাটাচ্ছি। সর্বশেষ দিন দশেক আগে একটি নাটক করেছি। মাহমুদ মাহিনের পরিচালনায়, আমার সহশিল্পী ইয়াশ রোহান। নাম এখনো চূড়ান্ত নয়। নাটকটি মাসখানেকের মধ্যে প্রচারে আসবে।

অনেকে বলছে, নাটক কমে গেছে। অনেক শিল্পী কর্মহীন হয়ে আছেন। আপনার মতে এর কারণ কী?

দেশের সিচুয়েশন একটা বড় কারণ। তা ছাড়া নাটকের মানও কিছুটা পড়ে গেছে, এটা সত্য। এর কারণও অবশ্য আছে। দর্শকের পছন্দ, রুচি, অভ্যাস বদলাচ্ছে। এখন মানুষ রিলস, শর্টসে অভ্যস্ত হয়ে গেছে। মানুষের ধৈর্য কমে গেছে। তো, একটা ভালো কাজ যদি গ্রহণযোগ্যতা না পায়, তাহলে প্রযোজক কি লগ্নি করবেন? আর শিল্পীরাও বা ঝুঁকি নেবেন কেন? আরেকটা দিক হলো, শোবিজটা এখন চলচ্চিত্রকেন্দ্রিক হয়ে গেছে। নাটকের অনেকে ছবিতে যাচ্ছেন, অনেকে আবার যাওয়ার জন্য মুখিয়ে আছেন। এসব কারণে নাটকের কাজ কমছে। তবে হ্যাঁ, ভালো কাজ এখনো হচ্ছে। আমরা সব সময়ই চেষ্টা করে যাচ্ছি, একটা মান ধরে রেখে কাজ করছি।

নাটকের শিল্পীদের চলচ্চিত্রমুখী হওয়ার কথা বলছেন, আপনিও সেই মিছিলে শামিল হবেন?

চলচ্চিত্রে অভিনয়ের সিদ্ধান্ত নেওয়া সহজ নয়। ফিল্মের জন্য যে সময় ও ক্যালিভার প্রয়োজন, তা এখনই আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। তাই আপাতত নাটক নিয়েই থাকতে চাই।

ভিকি জাহেদের নির্মাণে আপনার একটি ওয়েব সিরিজ করার কথা ছিল...

ওই কাজটি আমার করা হয়নি। নিশো (আফরান নিশো) ভাইয়ের ব্যস্ততা ছিল ফিল্ম নিয়ে, আমারও কাজ ছিল রেগুলার। ফলে দুই দিক থেকেই শিডিউল মেলেনি। যত দূর জানি, সিরিজটির কাজ গত বছরই সম্পন্ন হয়েছে। তবে আমি নতুন একটি ওয়েব ফিল্ম করতে যাচ্ছি। কথাবার্তা চূড়ান্ত। কিছুদিন পরই শুটিং শুরু হবে। আনুষ্ঠানিক ঘোষণায় সবকিছু জানাবেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

ফেসবুকে আপনার নামে অনেক পেজ আর অ্যাকাউন্ট। নতুন করে নিজে অ্যাকাউন্ট খোলেননি আর?

একটা চালু করেছি। তবে সেখানে কেবল পরিবার, বন্ধু এবং খুব কাছের মানুষজনকে যুক্ত করেছি। আর পেজটা নতুন তো, তাই ভেরিফায়েড করতেও সমস্যা হচ্ছে। ভক্ত-দর্শকরা বিভ্রান্ত হন, বুঝতে পারি; কিন্তু কিছু তো করার নেই।

ফেসবুকে মাঝেমধ্যে গান গেয়ে আপলোড করেন। গান নিয়ে কোনো পরিকল্পনা আছে?

বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ক্লাবে যুক্ত ছিলাম, গান করতাম। যদিও সেভাবে শেখা হয়নি, শখের বশে, ভালো লাগা থেকেই গান করেছি। এখনো গানটা আমার সঙ্গেই আছে। যদি ভালো কথা-সুরের গানে ডাক পাই, ইচ্ছে তো আছে গান করার।