মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২

রাঙামাটিতে পাহাড়ধসে আহত দুই, কালভার্ট ভেঙে যোগাযোগবিচ্ছিন্ন

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২৮, ২০২৫, ০৫:২১ পিএম

রাঙামাটিতে পাহাড়ধসে আহত দুই, কালভার্ট ভেঙে যোগাযোগবিচ্ছিন্ন

ছবি- সংগৃহীত

টানা ভারী বর্ষণের কারণে রাঙামাটির বিভিন্ন এলাকায় পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে শহরের জেলা পরিষদ এলাকার পেছনে একটি পাহাড়ধসে মা ও ছেলে আহত হয়েছেন। পাশাপাশি কাউখালীতে একটি কালভার্ট ভেঙে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। কয়েকটি এলাকায় বসতবাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠান ঝুঁকির মুখে পড়েছে।

স্থানীয় প্রশাসনের সূত্রে জানা গেছে, গতকাল রোববার রাত থেকে আজ সোমবার সকাল পর্যন্ত রাঙামাটিতে টানা বৃষ্টি হয়। এতে আজ সোমবার সকাল পৌনে আটটার দিকে রাঙামাটি শহরের জেলা পরিষদের পেছনে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) কার্যালয়ের পাশে পাহাড়ধসের ঘটনা ঘটে। মাটিচাপায় আহত হন এক নারী ও তাঁর ছেলে। তাঁদের রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে চাল, শুকনা খাবার ও তিন হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে বলে জানান সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রিয়াদ মাহমুদ

একই সময়ে রাঙামাটি নার্সিং ইনস্টিটিউটের পাশে একটি সীমানাপ্রাচীর ধসে পড়ে। এতে পাশের একটি ভবনের ক্ষতি হয়। দেয়ালধসের আশঙ্কায় ওই এলাকার বেশ কয়েকটি পরিবার এখন আতঙ্কে আছে।

অন্যদিকে আজ সকালে কাউখালী উপজেলার কলমবতি ইউনিয়নের ছোটদুলু-বটতলী সড়কের একটি কালভার্ট ভেঙে পড়ে। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

রাঙামাটি শহর ও শহরতলির বিভিন্ন এলাকায় ছোট-বড় আরও বেশ কয়েকটি পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এসব ঘটনার পর বহু বসতঘর ও সরকারি স্থাপনা ঝুঁকির মুখে পড়েছে।

রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আসমা প্রথম আলোকে বলেন, "বিএডিসি অফিসের পাশে পাহাড়টি হঠাৎ করে ভেঙে পড়ে। মাটি ঘরের ভেতরে বিছানা পর্যন্ত যায়। ভাগ্যক্রমে প্রাণহানি হয়নি, তবে মা ও ছেলে আহত হয়েছেন। এ ছাড়া নার্সিং ইনস্টিটিউটের পাশে দেয়ালধসে আশপাশের ভবনগুলো মারাত্মক ঝুঁকিতে আছে।"