সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২

ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন অভিনেতা

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২৮, ২০২৫, ১০:০৭ এএম

ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন অভিনেতা

ছবি- সংগৃহীত

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারকাদের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়া একটি নতুন প্রবণতা হয়ে দাঁড়িয়েছে। এর ফলে অনেক তারকাকেই বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে। সম্প্রতি এমন একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়েছিল টলিউড অভিনেতা সাহেব ভট্টাচার্য এবং ঋত্বিক মুখার্জির। এই ঘটনা নেট দুনিয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। এবার এই ভিডিও নিয়ে মুখ খুললেন সাহেব।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া আপত্তিকর ভিডিও নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা সাহেব ভট্টাচার্য। একই ধরনের ভিডিও ছড়িয়ে পড়েছিল আরেক টেলি অভিনেতা ঋত্বিক মুখার্জিরও, যা নিয়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছিল। এতদিন এ বিষয়ে চুপ থাকলেও এবার সংবাদমাধ্যমের সামনে মুখ খুললেন সাহেব।

 

ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে সাহেব ভট্টাচার্য বলেন, “বর্তমান প্রযুক্তির যুগে ব্যক্তিগত জীবন আর ব্যক্তিগত থাকছে না। আমি গত ২০ বছর ধরে গর্বের সঙ্গে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করছি এবং টলিউডে আমার একটি পরিচ্ছন্ন ভাবমূর্তি রয়েছে।”

তিনি জানান, এই ধরনের আপত্তিকর ভিডিও ছড়িয়ে তাকে তার অবস্থান থেকে কেউ সরাতে পারবে না। এই পুরো ঘটনাটিই প্রতিহিংসামূলক এবং কেউ বা কারা ইচ্ছাকৃতভাবে এটি ঘটিয়েছে বলে তিনি বিশ্বাস করেন।

সাহেবের ভাষ্যে, “আজ পর্যন্ত আমার বিরুদ্ধে কোনো পুলিশ কেস বা আপত্তিকর কিছু ঘটেনি। এই সমস্ত ভিডিওকে আমি একেবারেই গুরুত্ব দিতে নারাজ। তবে সাইবার সেলে আমি অভিযোগ জানিয়েছি। আইন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়ার অবশ্যই নেব। তবে এসব ব্যাপার নিয়ে আমি মোটেই চিন্তিত নই।”

উল্লেখ্য, সাহেব ভট্টাচার্য বর্তমানে ‘কথা’ ধারাবাহিকে অভিনেত্রী সুস্মিতা দের বিপরীতে অভিনয় করছেন। শুধু ধারাবাহিক নয়, ওয়েব সিরিজ ও সিনেমাতেও অভিনয় করে তিনি নিজেকে একজন প্রতিষ্ঠিত অভিনেতা হিসেবে প্রমাণ করেছেন।