জুলাই ২৮, ২০২৫, ০৪:৫৩ পিএম
এক্স (আগের টুইটার) একটি নতুন ফিচার চালু করছে, যার মাধ্যমে বিভিন্ন মতাদর্শের মানুষের পছন্দের পোস্টগুলো অন্য ব্যবহারকারীদের কাছেও দৃশ্যমান হবে। বর্তমানে নির্বাচিত কিছু ব্যবহারকারী পরীক্ষামূলকভাবে এই সুবিধা ব্যবহার করছেন। এক্স জানিয়েছে, পর্যায়ক্রমে এই সুবিধা সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হবে। পাশাপাশি, কমিউনিটি নোটসের অ্যালগরিদমও উন্নত করা হচ্ছে। এ তথ্য জানিয়েছে ম্যাশবেল-এর এক প্রতিবেদন।
এই ফিচারটির উদ্দেশ্য হলো এমন পোস্টগুলো তুলে ধরা, যেগুলো নানা শ্রেণি ও মতের মানুষের কাছেই গ্রহণযোগ্য। এজন্য বিতর্কিত পোস্টগুলোতে কমিউনিটি নোটস ব্যবহারকারীরা রেটিং দিতে পারবেন। এই রেটিং ব্যবস্থার মাধ্যমে ভিন্নমত, তথ্য ও চিন্তাধারা খুঁজে পেতে সহায়তা করবে নতুন এই উদ্যোগ।
এক্সে দেওয়া এক পোস্টে কমিউনিটি নোটস জানায়, "আজ থেকে পরীক্ষামূলক গ্রুপের দেওয়া রেটিং অন্য ব্যবহারকারীরাও দেখতে পারবেন। যেসব পোস্ট নির্দিষ্টসংখ্যক ইতিবাচক রেটিং পাবে, সেগুলোর নিচে বিশেষ একটি বার্তা দেখা যাবে, যাতে জানানো হবে—পোস্টটি ভিন্নমতাবলম্বীদের কাছেও গ্রহণযোগ্য।"
উল্লেখ্য, কমিউনিটি নোটস হচ্ছে এক্সের একটি তথ্য যাচাই প্ল্যাটফর্ম, যেখানে নির্দিষ্ট ব্যবহারকারীরা বিভ্রান্তিকর তথ্য চিহ্নিত করে মতামত দিতে পারেন। নতুন ফিচারের মাধ্যমে শুধু তথ্য যাচাই নয়, বরং মতবিরোধ থাকা সত্ত্বেও সমর্থন পাওয়া পোস্টগুলোও সামনে আনা সম্ভব হবে।
আপনার মতামত লিখুন: