মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১ আশ্বিন ১৪৩২

আসছে বিরল সূর্যগ্রহণ, ৬ মিনিট অন্ধকারে থাকবে পৃথিবীর একাংশ

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৬, ২০২৫, ০৭:৫১ পিএম

আসছে বিরল সূর্যগ্রহণ, ৬ মিনিট অন্ধকারে থাকবে পৃথিবীর একাংশ

ছবি - সংগৃহীত

পৃথিবী এক বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে। আগামী ২০২৭ সালের ২ আগস্ট একটি পূর্ণ সূর্যগ্রহণ ঘটবে, যা প্রায় ৬ মিনিট ২৩ সেকেন্ড ধরে স্থায়ী হবে। এই দীর্ঘ সময় ধরে পৃথিবীর একাংশ সম্পূর্ণ অন্ধকারে ঢেকে থাকবে। এই ঘটনাটিকে শতাব্দীর অন্যতম সেরা বিরল ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

ইউরোপ, দক্ষিণ আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের অনেক জায়গা থেকে খালি চোখে এটি দেখা যাবে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।এই সূর্যগ্রহণটি গত এক দশকের মধ্যে সবচেয়ে দীর্ঘ সময় ধরে স্থায়ী হবে। এটি ১৯৯১ সাল থেকে ২১১৪ সালের মধ্যে হওয়া দীর্ঘতম সূর্যগ্রহণগুলোর মধ্যে অন্যতম। সাধারণত একটি পূর্ণ সূর্যগ্রহণ তিন মিনিটের কম সময় স্থায়ী হয়, কিন্তু এই গ্রহণটি ৬ মিনিটেরও বেশি স্থায়ী হবে।

জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, এই বিরল ঘটনার পেছনে একাধিক জ্যোতির্বৈজ্ঞানিক কারণ রয়েছে। ২০২৭ সালের ২ আগস্ট পৃথিবী তার কক্ষপথের সর্বোচ্চ দূরত্বে অর্থাৎ 'অ্যাফিলিয়ন' অবস্থানে থাকবে। এর ফলে সূর্যকে আকাশ থেকে তুলনামূলকভাবে কিছুটা ছোট দেখাবে। একই সময়ে, চাঁদ তার কক্ষপথের সবচেয়ে কাছাকাছি অর্থাৎ 'পেরিজ' অবস্থানে থাকবে, যার ফলে চাঁদকে তুলনামূলকভাবে বড় দেখাবে।

এই দুটি বিরল ঘটনা একসঙ্গে ঘটার কারণে, চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলতে পারবে এবং গ্রহণের সময়কাল দীর্ঘ হবে। এই বিশেষ তথ্যপ্রযুক্তি এবং জ্যোতির্বিজ্ঞান বিষয়ক জ্ঞান ভবিষ্যতে আরও অনেক নতুন আবিষ্কারের পথ খুলে দেবে।