মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১ আশ্বিন ১৪৩২

ঢাকায় শুরু হচ্ছে সাউথ এশিয়া ট্রেড ফেয়ার

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৬, ২০২৫, ০৮:৫৯ পিএম

ঢাকায় শুরু হচ্ছে সাউথ এশিয়া ট্রেড ফেয়ার

ছবি - সংগৃহীত

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে ঢাকায় শুরু হতে যাচ্ছে সাউথ এশিয়া ট্রেড ফেয়ার ২০২৫। সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসসিসিআই)-এর আয়োজনে এবং বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয় ও এফবিসিসিআই-এর সহযোগিতায় এই মেলা অনুষ্ঠিত হচ্ছে।

এটি আঞ্চলিক অর্থনীতিকে নতুনভাবে গতিশীল করবে বলে আশা করা হচ্ছে। আগামী বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর, ২০২৫) বেলা ১১টায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় মেলার উদ্বোধন করবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এফবিসিসিআই’র মতিঝিল কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মেলার বিস্তারিত তথ্য তুলে ধরেন এসসিসিআই-এর মহাসচিব জুলফিকার আলী ভাট।

তিনি জানান, মেলায় তৈরি পোশাক, বস্ত্র, গহনা, কসমেটিকস, চামড়াজাত পণ্য, ইলেকট্রনিক্স, প্রক্রিয়াজাত খাদ্যসহ নানা ধরনের পণ্য প্রদর্শিত হবে। বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের শতাধিক প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবা নিয়ে মেলায় অংশ নিচ্ছে।

জুলফিকার আলী ভাট বলেন, এই মেলাটি মূলত বিটুবি (বিজনেস টু বিজনেস) ম্যাচ-মেকিং সেশন, বিজনেস নেটওয়ার্কিং সেশন এবং অন্যান্য কর্মসূচির মাধ্যমে সার্কভুক্ত দেশগুলোর ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে আস্থা বৃদ্ধি ও জ্ঞান আদান-প্রদানের সুযোগ তৈরি করবে। যা আঞ্চলিক বাণিজ্যের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এফবিসিসিআই-এর মহাসচিব মো. আলমগীর বলেন, এই মেলার মাধ্যমে দক্ষিণ এশিয়ার দেশগুলোর বস্ত্র, ঔষধ, প্রক্রিয়াজাত খাদ্য ও কৃষি, ইলেকট্রনিক্সসহ বিভিন্ন খাতের সক্ষমতা এবং বাণিজ্যিক সম্ভাবনার প্রতিফলন ঘটবে। পাশাপাশি সার্কভুক্ত দেশগুলোর ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈশিষ্ট্যও এতে ফুটে উঠবে।

এই ধরনের মেলা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়াতে এবং একটি শক্তিশালী আঞ্চলিক বাণিজ্য বলয় গড়ে তুলতে সহায়ক হবে।