মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১ আশ্বিন ১৪৩২

স্বাস্থ্য উপদেষ্টার বিদেশে চিকিৎসা প্রসঙ্গে রাশেদ খাঁনের পোস্ট

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৬, ২০২৫, ০৯:০৬ পিএম

স্বাস্থ্য উপদেষ্টার বিদেশে চিকিৎসা প্রসঙ্গে রাশেদ খাঁনের পোস্ট

ছবি - সংগৃহীত

ক্যানসারের ফলোআপ চিকিৎসার জন্য স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সিঙ্গাপুর সফর নিয়ে দেশের রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন এই বিষয়ে নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে এই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) প্রকাশিত তার এই পোস্টে তিনি স্বাস্থ্য ব্যবস্থার বর্তমান পরিস্থিতি এবং উপদেষ্টার বিদেশযাত্রা নিয়ে প্রশ্ন তুলেছেন।রাশেদ খাঁন তার পোস্টে লিখেছেন, "স্বাস্থ্য উপদেষ্টা চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন। যাওয়ারই কথা। কারণ তিনি বাংলাদেশের চিকিৎসার উপর আগেও আস্থা রাখতে পারেননি, এখনো পারছেন না।" তিনি আরও বলেন, "আস্থা রাখারই বা কোনো কারণ আছে? সবাই কি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী?"

তিনি স্বাস্থ্য উপদেষ্টাকে ব্যক্তিগতভাবে দোষ না দিয়ে বরং যারা তাকে এই পদে বসিয়েছেন, তাদের সমালোচনা করেছেন। রাশেদ খাঁন বলেন, "একটা অসুস্থ মানুষের ওপর উপদেষ্টা নামক পদের বোঝা বাড়িয়ে দিয়ে তাকে আরও অসুস্থ বানিয়ে দেওয়া হয়েছে। এতে রাষ্ট্রের ব্যয়ও বাড়ছে। এই দোষ তো তার নয়, বরং যারা তাকে বসিয়েছেন তাদের।"

তিনি আরও বলেন, "তার (স্বাস্থ্য উপদেষ্টা) উচিত দায়িত্ব থেকে সরে গিয়ে বাকিটা জীবন চিন্তামুক্ত কাটানো। অন্যথায় এই দায়িত্বে থাকলে তিনি আরও অসুস্থ হয়ে পড়বেন।" রাশেদ খাঁন স্বাস্থ্য উপদেষ্টার সুস্থতা কামনা করে তার পোস্ট শেষ করেন।

রাশেদ খাঁনের এই মন্তব্যটি দেশের স্বাস্থ্য খাতের দুর্বলতা এবং রাজনৈতিক নেতাদের নৈতিক অবস্থান নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে ক্ষোভ রয়েছে, তারই প্রতিফলন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।