সেপ্টেম্বর ১৬, ২০২৫, ০৮:৩৬ পিএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, বিএনপি কোনো রাজনৈতিক দলকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করার পক্ষে নয়। তিনি মনে করেন, এমন সিদ্ধান্ত ভবিষ্যতে এক ভয়ংকর রাজনৈতিক চর্চার জন্ম দেবে। তার মতে, রাজনৈতিক দল নিষিদ্ধ করার সিদ্ধান্ত বিচারপ্রক্রিয়ার মাধ্যমেই নেওয়া উচিত।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই মন্তব্য করেন। এই মন্তব্যটি দেশের রাজনীতির বর্তমান প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ একটি বার্তা বহন করছে।
6485
সালাহউদ্দিন আহমেদ জাতীয় পার্টি এবং ১৪ দলের মতো রাজনৈতিক দল নিষিদ্ধের দাবির প্রসঙ্গে বলেন, "নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করা হলে স্বৈরাচারের সঙ্গে যুক্ত ২৮টি দলকে নিষিদ্ধ করতে হবে। এতে জাতীয় ঐক্য নষ্ট হবে এবং একটি পতিত শক্তি সুযোগ নিতে পারে।" তিনি আরও বলেন, এমন দাবির উদ্দেশ্য অতিরিক্ত রাজনৈতিক সুবিধা আদায় করা হতে পারে।
নির্বাচনে সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি প্রসঙ্গে তিনি বলেন, "প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচিত করার পদ্ধতি একটি পরীক্ষিত ব্যবস্থা। এর বাইরে গিয়ে যদি কেউ রাজনৈতিক স্বার্থে অথবা কিছু আসন বেশি পাওয়ার লোভে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন চায়, তবে তা দেশের জন্য ভয়ংকর পরিণতি ডেকে আনবে।"
তিনি বলেন, ঐকমত্য কমিশনের সূচিতে এই পদ্ধতির প্রস্তাব না থাকলেও, রাজনৈতিক উদ্দেশ্যে কেউ আন্দোলনে নামলে বিএনপি রাজনৈতিকভাবেই তার মোকাবিলা করবে।এই জ্যেষ্ঠ বিএনপি নেতা মনে করেন, সঠিক সময়ে একটি স্থিতিশীল সরকার গঠন করতে না পারলে দেশের জাতীয় নিরাপত্তা এবং আঞ্চলিক নিরাপত্তা উভয়ই হুমকির মুখে পড়বে।
সংবিধান সংশোধনের বিষয়ে তিনি বলেন, "বৈধ প্রক্রিয়ায় সংসদের মাধ্যমে সংবিধান সংশোধনের প্রস্তাবে বিএনপির সমর্থন থাকবে।" তবে এমন কোনো প্রক্রিয়াকে বিএনপি উৎসাহিত করবে না, যা ভবিষ্যতে দেশে অরাজকতা তৈরি করবে। তিনি জোর দিয়ে বলেন, আলোচনার মাধ্যমে যেকোনো সমস্যার সমাধান সম্ভব।