মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১ আশ্বিন ১৪৩২

প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি, শুক্রবার বিক্ষোভ

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৬, ২০২৫, ০৭:৪৫ পিএম

প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি, শুক্রবার বিক্ষোভ

ছবি - সংগৃহীত

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে বাধ্যতামূলকভাবে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দেশব্যাপী বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক জাতীয় সেমিনারে এই ঘোষণা দেওয়া হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম এই কর্মসূচিকে সমর্থন জানিয়েছেন। এই আন্দোলন দেশের রাজনীতিতে ধর্মভিত্তিক দলগুলোর দাবিকে আরও জোরালো করবে।

সেমিনারে চরমোনাই পীর বলেন, "দক্ষ ও নৈতিকতা সম্পন্ন প্রজন্ম গড়তে অবিলম্বে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। অন্যথায় দেশের মানুষ রাজপথে নামতে বাধ্য হবে।" তিনি আরও বলেন, দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে লেখাপড়ার মানের অবনতি এবং বাচ্চাদের মানসিক ও আদর্শিক ঘাটতির কারণ হচ্ছে ধর্মীয় শিক্ষার অভাব।

সরকার এই দিকে মনোযোগ না দিয়ে গানের শিক্ষক নিয়োগ দিচ্ছে।চরমোনাই পীর বলেন, গত ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর দেশে একটি সুযোগ তৈরি হয়েছে, যা কাজে লাগাতে ওলামায়ে কেরামকে তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে। তিনি আরও বলেন, যারা ইসলামি মূল্যবোধের কথা বলে কিন্তু 'দেশকে মৌলবাদের অভয়ারণ্য হতে দেওয়া হবে না' বলে হুমকি দেয়, তাদের সঙ্গে ঘনিষ্ঠতা ওলামায়ে কেরামের মর্যাদার সঙ্গে মানানসই নয়।

সেমিনারে দেশের শীর্ষস্থানীয় আলেম ও ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন। তারা সবাই দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। সেমিনারে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সেমিনারের শুরুতে মুফতি আবদুল্লাহ মাসুম ও ড. মাওলানা ইউসুফ সুলতান এই বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন।