বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ২ আশ্বিন ১৪৩২

রাকসুর ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনাসহ ৭ দফা দাবি শিবিরের

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৭, ২০২৫, ০৬:৪৯ পিএম

রাকসুর ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনাসহ ৭ দফা দাবি শিবিরের

ছবি - সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনকে সামনে রেখে শিবির সমর্থিত 'সম্মিলিত শিক্ষার্থী জোট' সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য ৭ দফা দাবি পেশ করেছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার বরাবর একটি স্মারকলিপি দিয়ে তারা এসব দাবি জানান।

এই দাবিগুলোর মধ্যে ভোটকেন্দ্রকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা এবং ভোট গণনার স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়গুলো বিশেষভাবে উল্লেখযোগ্য, যা দেশের শিক্ষা খাতে একটি গুরুত্বপূর্ণ আলোচনার জন্ম দিয়েছে।

সম্মিলিত শিক্ষার্থী জোটের ৭ দফা দাবি হলো:

  • ১. পোলিং এজেন্টদের প্রবেশাধিকার ও দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে যাবতীয় সুবিধা নিশ্চিত করা।

  • ২. সাংবাদিকদের জন্য পৃথক আইডি কার্ডের ব্যবস্থা রাখা এবং কেবল প্রশাসন অনুমোদিত সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশাধিকার প্রদান করা।

  • ৩. ত্রুটিমুক্ত ওএমআর মেশিনে ভোট গণনা এবং এর জন্য বিশেষজ্ঞ টিম রাখা।

  • ৪. কোনো প্রার্থী প্রযুক্তিগত সমস্যা নিয়ে আপত্তি করলে ম্যানুয়ালি ভোট গণনার ব্যবস্থা রাখা।

  • ৫. প্রতিটি ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা।

  • ৬. ভোটের দিন ক্যাম্পাসে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ রাখা।

  • ৭. নির্বাচন পরিচালনায় নির্বাচন কমিশনের পূর্ণ নিরপেক্ষতা বজায় রাখা।

সম্মিলিত শিক্ষার্থী জোটের প্যানেল থেকে ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ বলেন, "আমরা আমাদের প্যানেল থেকে এই দাবিগুলো দিয়েছি। আশা করি, নির্বাচন কমিশন এগুলো বাস্তবায়ন করবে।"

এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম বলেন, "ছাত্রদল ও ছাত্রশিবির যে দাবিগুলো জানিয়েছে, সেগুলো আমরা গ্রহণ করেছি। এর মধ্যে যেগুলো নির্বাচনের আগে বাস্তবায়ন সম্ভব, সেগুলোর বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করা হবে।"