বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ২ আশ্বিন ১৪৩২

ইইউ চায় বাংলাদেশে দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরুক

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৭, ২০২৫, ০৭:০৫ পিএম

ইইউ চায় বাংলাদেশে দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরুক

ছবি - সংগৃহীত

বাংলাদেশে সফরে আসা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দল যত দ্রুত সম্ভব নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। বুধবার বিকেলে রাজধানীর গুলশানে ইউরোপীয় ইউনিয়নের কার্যালয়ে ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এই তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, 'বাংলাদেশে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের একটা গণতন্ত্র ফিরে আসুক তারা (ইইউ) তা চায়।'আমীর খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, বাংলাদেশ আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে এবং দেশ গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছে, তাতে ইইউ সন্তুষ্ট।

বৈঠকে দ্রুত গণতন্ত্র প্রতিষ্ঠায় আমাদের করণীয় এবং তাদের সম্ভাব্য ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, আমরা যারা বিশ্বজুড়ে গণতন্ত্রকামী মানুষ, সবাই বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক বলে প্রত্যাশা করি। দেশের গণতন্ত্রের জন্য এটি যত তাড়াতাড়ি করা যাবে, ততই মঙ্গল।

একই বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান জানান, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও উন্নয়নে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা সবসময় পেয়েছি। তারা চায় যত দ্রুত সম্ভব গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। বৈঠকে আমরা গণতন্ত্র ও বাণিজ্য ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা আরও বৃদ্ধির কথা বলেছি।