বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ২ আশ্বিন ১৪৩২

দুর্গাপূজা ঘিরে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান মির্জা ফখরুলের

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৭, ২০২৫, ০৫:৪২ পিএম

দুর্গাপূজা ঘিরে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান মির্জা ফখরুলের

ছবি - সংগৃহীত

আসন্ন শারদীয় দুর্গাপূজা ঘিরে যেকোনো ধরনের বিশৃঙ্খলা, নাশকতা বা ষড়যন্ত্র ঠেকাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সকল জনগণকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব উপলক্ষে পাঠানো এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "যুগ যুগ ধরে বাংলাদেশে মহিমান্বিত মর্যাদায় শারদীয় দুর্গাপূজা উদযাপিত হয়ে আসছে। কিন্তু মাঝে মাঝে স্বার্থান্বেষী মহল হীন স্বার্থে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিশ্বাস ও ভরসার ভিত্তিকে দুর্বল করার চেষ্টা করে।" তিনি রাজনীতিতে এই ধরনের অপচেষ্টাকে অত্যন্ত নেতিবাচক বলে মনে করেন।

বিএনপি মহাসচিব বলেন, "আবহমানকাল ধরে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল ঐতিহ্য বহন করে এসেছে। আমাদের সেই ঐতিহ্যকে দৃঢ় প্রত্যয়ে অক্ষুণ্ন রাখতে হবে।" তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান, যেন তারা দেশের সকল পূজামণ্ডপে অতন্দ্র প্রহরীর মতো কাজ করে নিরাপত্তা নিশ্চিত করেন, যাতে শান্তি ও সহাবস্থানের মধ্য দিয়ে দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন হতে পারে।

এই সময়ে রাজনীতিবিদদের এমন বার্তা দেশের সকল সম্প্রদায়ের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি করবে বলে আশা করা হচ্ছে।