বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ২ আশ্বিন ১৪৩২

চাকসু নির্বাচনে মনোনয়ন সংগ্রহ ও জমার সময় বৃদ্ধি

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৭, ২০২৫, ০৫:৩৪ পিএম

চাকসু নির্বাচনে মনোনয়ন সংগ্রহ ও জমার সময় বৃদ্ধি

ছবি - সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার সময় একদিন বৃদ্ধি করা হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন কমিশনের এক জরুরি বৈঠক শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্তটি শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে নেওয়া হয়েছে, যা শিক্ষা অঙ্গনে একটি ইতিবাচক সাড়া ফেলেছে।

শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমানের আবেদনের প্রেক্ষিতে এই সময় বৃদ্ধি করা হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মনোনয়ন ফরম বিতরণ আজ (বুধবার) বিকেল ৫টা পর্যন্ত চলবে। আর জমা দেওয়ার শেষ সময় আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত বাড়ানো হয়েছে।

চাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন জানান, একটি সংগঠন ও কয়েকজন শিক্ষার্থীর আবেদনের পর জরুরি সভা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সাহায্য করবে।

চাকসু নির্বাচনের সংশোধিত তফসিল অনুযায়ী, আগামী ১৮ সেপ্টেম্বর মনোনয়ন যাচাই-বাছাই করা হবে। প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২১ সেপ্টেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টা। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৫ সেপ্টেম্বর এবং নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ অক্টোবর।