সেপ্টেম্বর ১৭, ২০২৫, ০৬:১৯ পিএম
ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা থেকে ১০ জন গুরুতর অসুস্থ ও আহত শিশুকে জরুরি চিকিৎসার জন্য যুক্তরাজ্যে পাঠানো হয়েছে। ব্রিটিশ স্বাস্থ্য ও সমাজসেবা বিভাগ (ডিএইচএসসি) বুধবার (১৭ সেপ্টেম্বর) এই তথ্য নিশ্চিত করেছে। শিশুদের সঙ্গে তাদের নিকট আত্মীয়রাও গেছেন। এই পদক্ষেপটি গাজার স্বাস্থ্য সংকট মোকাবেলায় আন্তর্জাতিক মানবিক সহায়তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
ডিএইচএসসি জানিয়েছে, এসব শিশু ব্রিটিশ স্বাস্থ্যসেবা ব্যবস্থার (এনএইচএস) অধীনে চিকিৎসা পাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এই স্থানান্তর প্রক্রিয়ায় সহায়তা করেছে। ব্রিটিশ সরকার জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে আরও কিছু অসুস্থ শিশুকে যুক্তরাজ্যে আনার পরিকল্পনা রয়েছে।
ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং বলেন, "গাজার শিশুদের ওপর যুদ্ধের ধ্বংসাত্মক প্রভাব দেখে কেউই মর্মাহত না হয়ে থাকতে পারে না। এটি আত্মাকে ভেঙে দেওয়া পরিস্থিতি, যা আমাদের কার্যকর পদক্ষেপ নিতে বাধ্য করেছে।" তিনি আরও বলেন, "প্রত্যেক শিশুরই সুস্থ হওয়ার, খেলার এবং স্বপ্ন দেখার অধিকার রয়েছে।"
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার বলেন, "শিশুরা যুদ্ধের নিরপরাধ শিকার। গাজায় স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, হাসপাতালগুলো অচল হয়ে গেছে। গুরুতর অসুস্থ অনেক শিশু বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছে না।"
এই মানবিক অভিযানকে সফল করতে একটি আন্তঃমন্ত্রণালয় টাস্কফোর্স কাজ করেছে। ব্রিটিশ কর্তৃপক্ষ জানিয়েছে, এসব শিশু ও তাদের পরিবারকে প্রথমে গাজা থেকে জর্ডানে সরিয়ে নেওয়া হয়। সেখানে ব্রিটিশ দূতাবাসের কর্মীরা নিরাপত্তা যাচাই শেষে তাদের যুক্তরাজ্যে নিয়ে আসেন। ব্রিটিশ সরকার ইসরায়েলের ওপর চাপ অব্যাহত রেখেছে যাতে গাজায় স্বাস্থ্যকর্মী ও চিকিৎসা অবকাঠামোর সুরক্ষা নিশ্চিত হয়।