সেপ্টেম্বর ১৭, ২০২৫, ০২:৩৪ পিএম
ভারতের উত্তরপ্রদেশে বেওয়ারিশ কুকুরের জন্য একটি নতুন আইন জারি করা হয়েছে। এই আইন অনুযায়ী, যদি কোনো কুকুর পরপর দুবার বিনা উস্কানিতে কোনো পথচারীকে কামড়ায়, তবে তাকে আজীবন একটি প্রাণিকেন্দ্রে আটকে রাখা হবে।
এটিকে ওই কুকুরের 'যাবজ্জীবন কারাদণ্ড' হিসেবে বর্ণনা করা হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই খবর জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, নতুন এই আইনে প্রথমবার কোনো পথচারীকে কামড়ানোর পর কুকুরটিকে প্রাণী জন্মনিয়ন্ত্রণ কেন্দ্রে নিয়ে গিয়ে জীবাণুমুক্ত করে ১০ দিন পর্যবেক্ষণে রাখা হবে।
এ সময় একটি মাইক্রোচিপের মাধ্যমে তার অবস্থান রেকর্ড করা হবে। যদি একই কুকুর দ্বিতীয়বার কোনো কারণ ছাড়াই কাউকে কামড়ায়, তবে তাকে আজীবন প্রাণিকেন্দ্রে রাখা হবে।
উত্তরপ্রদেশের প্রধান সচিব অমৃত অভিজাত জানিয়েছেন, কুকুরটি সত্যিই অকারণে কামড়েছে কি না তা নির্ধারণের জন্য একজন ভেটেরিনারি চিকিৎসক, একজন প্রাণী আচরণ বিশেষজ্ঞ ও পৌর করপোরেশনের একজন কর্মকর্তাসহ তিন সদস্যের একটি কমিটি কাজ করবে।
তবে কুকুরের এই যাবজ্জীবন কারাদণ্ড থেকে মুক্তির একটি বিধানও আইনে রাখা হয়েছে। যদি কোনো ব্যক্তি দণ্ডপ্রাপ্ত কুকুরটিকে দত্তক নেয়, তবেই এটি মুক্তি পাবে।
তবে শর্ত হলো, দত্তক নেওয়ার পর কুকুরটিকে কোনো অবস্থাতেই রাস্তায় ছাড়া যাবে না, তাকে পরিত্যাগ করা যাবে না এবং তার যত্ন নেওয়ার প্রতিশ্রুতি দিতে হবে। এই শর্তগুলো পূরণ হলেই দণ্ডপ্রাপ্ত কুকুরটির শাস্তি মওকুফ হবে।