বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ২ আশ্বিন ১৪৩২

মেসি ম্যাজিকে মায়ামির প্রত্যাবর্তন

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৭, ২০২৫, ১১:১৩ এএম

মেসি ম্যাজিকে মায়ামির প্রত্যাবর্তন

ছবি - সংগৃহীত

আগের দুই ম্যাচে নিষ্প্রভ থাকার পর আবারও আপন রূপে ফিরলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তার অনবদ্য পারফরম্যান্সে আবারও জয়ের দেখা পেল তার দল ইন্টার মায়ামি।

বুধবার সকালে সাউন্ডার্সকে ৩-১ গোলে হারিয়েছে তারা। এই ম্যাচে গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে গোলও করিয়েছেন মেসি।

ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে ম্যাচের ১২ মিনিটেই স্প্যানিশ সতীর্থ জর্দি আলবাকে দিয়ে প্রথম গোলটি করান মেসি। এরপর ৪১ মিনিটে সেই আলবার পাস থেকেই নিজেই গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন।

বিরতির পর ম্যাচের ৫২ মিনিটে আমেরিকার ইয়ান ফ্রে মায়ামির হয়ে তৃতীয় গোলটি করেন। সাউন্ডার্সের পক্ষে ৬৯ মিনিটে মেক্সিকান মিডফিল্ডার ওবেদ ভার্গাস একটি গোল শোধ দেন।

এই জয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে ২৭ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে পাঁচে অবস্থান করছে ইন্টার মায়ামি। এই জয়ের মধ্য দিয়ে লিগস কাপ ফাইনালে একই দলের কাছে ৩-০ গোলে হারের প্রতিশোধও নিল তারা।

এ নিয়ে মেজর লিগ সকারে চলতি মৌসুমে ২১ ম্যাচে ২০টি গোল করেছেন মেসি। লিগের ইতিহাসে পঞ্চম ফুটবলার হিসেবে টানা দ্বিতীয় মৌসুমে ২০ গোল করার রেকর্ড গড়লেন তিনি। ২০২৫ সালে এখন পর্যন্ত এই বিশ্বকাপজয়ী ফুটবলার ৪০ গোলে সরাসরি অবদান রেখেছেন।