বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ২ আশ্বিন ১৪৩২

জুলাই সনদ বাস্তবায়নের ৪ পদ্ধতির পরামর্শ বিশেষজ্ঞদের

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৭, ২০২৫, ০১:২৯ পিএম

জুলাই সনদ বাস্তবায়নের ৪ পদ্ধতির পরামর্শ বিশেষজ্ঞদের

ছবি - সংগৃহীত

জাতীয় ঐকমত্য কমিশনকে জুলাই সনদ বাস্তবায়নের জন্য চারটি পদ্ধতির পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ আজ বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ২৯টি রাজনৈতিক দলের সঙ্গে এক বৈঠকের সূচনা বক্তব্যে এই তথ্য জানান।

ড. আলী রীয়াজ বলেন, বিশেষজ্ঞরা চার পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়নের কথা বলেছেন। এগুলো হলো:

  • অধ্যাদেশ

  • নির্বাহী আদেশ

  • গণভোট

  • বিশেষ সাংবিধানিক আদেশ

ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়ে ১৫ অক্টোবর পর্যন্ত করা হয়েছে। ড. আলী রীয়াজ জানান, নতুন করে কমিশনের মেয়াদ বৃদ্ধির একটি কারণ হচ্ছে, যেন নির্দিষ্ট সময়ের মধ্যে সব কাজ গুটিয়ে তোলা যায়। এর আগে, সোমবার (১৫ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছিল। কমিশনের মেয়াদ গত ১৫ আগস্ট শেষ হওয়ার কথা ছিল, যা প্রথম দফায় ১৫ সেপ্টেম্বর এবং দ্বিতীয় দফায় ১৫ অক্টোবর পর্যন্ত বাড়ানো হলো।