বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ২ আশ্বিন ১৪৩২

লঙ্কানদের বিপক্ষে আফগানরা জিতলেও সুপার ফোরে যাবে বাংলাদেশ!

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৭, ২০২৫, ০১:৫৬ পিএম

লঙ্কানদের বিপক্ষে আফগানরা জিতলেও সুপার ফোরে যাবে বাংলাদেশ!

ছবি - সংগৃহীত

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে এক শ্বাসরুদ্ধকর ম্যাচে আফগানিস্তানকে ৮ রানে হারিয়ে এশিয়া কাপে আপাতত টিকে রইল বাংলাদেশ। এই জয়ের পর লিটন দাসের দলের সুপার ফোর নিশ্চিত করার জন্য নতুন এক সমীকরণ সামনে এসেছে।

ক্রিকেট সমর্থকরা এরই মধ্যে জানেন, আফগানদের বিপক্ষে শ্রীলঙ্কা জিতলে কোনো হিসাব-নিকাশ ছাড়াই সরাসরি সুপার ফোরে চলে যাবে বাংলাদেশ। কিন্তু যদি আফগানিস্তান জিতে যায়, তাহলেও সুযোগ থাকছে বাংলাদেশের। তবে সেক্ষেত্রে একটি নির্দিষ্ট সমীকরণ মিলতে হবে।

গ্রুপ পর্বে বাংলাদেশের পয়েন্ট এখন ৪। বর্তমানে 'বি' গ্রুপের পয়েন্ট টেবিলে বাংলাদেশের নেট রান রেট -০.২৭০। অন্যদিকে, শীর্ষে থাকা শ্রীলঙ্কার রান রেট +১.৫৪৬। আফগানিস্তানের ২ ম্যাচ শেষে ২ পয়েন্টের পাশাপাশি নেট রান রেট +২.১৫০।

যদি শ্রীলঙ্কার বিপক্ষে আফগানরা বড় ব্যবধানে জেতে, তাহলে নেট রান রেটে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে সুপার ফোরে চলে যাবে বাংলাদেশ। অর্থাৎ, শ্রীলঙ্কাকেও বাদ পড়ার শঙ্কায় থাকতে হবে। হিসাব অনুযায়ী, আফগানিস্তান যদি ৬৫ বা তারও বেশি রানের ব্যবধানে শ্রীলঙ্কাকে হারায়, তখন শ্রীলঙ্কার নেট রান রেট কমে যাবে। সেক্ষেত্রে বাংলাদেশ ও আফগানিস্তান সুপার ফোরে উঠবে।

ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, টি-টোয়েন্টি ফরম্যাটে আফগানিস্তান একটি ভালো দল। দারুণ ছন্দে থাকা লঙ্কানদের হারানো তাদের পক্ষে সম্ভব হলেও ৬৫ রানের বড় ব্যবধানে হারানো কঠিন। যদিও সুপার ফোরে জায়গা নিশ্চিত করতে আফগানদের ন্যূনতম ব্যবধানে জয় পেলেই হবে।