বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ২ আশ্বিন ১৪৩২

ব্যাট হাতে সাকিবের তাণ্ডব, হেরে টুর্নামেন্ট থেকে বিদায় অ্যান্টিগার

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৭, ২০২৫, ১১:০০ এএম

ব্যাট হাতে সাকিবের তাণ্ডব, হেরে টুর্নামেন্ট থেকে বিদায় অ্যান্টিগার

ছবি - সংগৃহীত

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) এলিমিনেটরের ম্যাচে ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে সাকিব আল হাসানের দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস। ব্যক্তিগতভাবে ব্যাট হাতে ঝড়ো ইনিংস খেলেও দলকে জয় এনে দিতে পারেননি এই বাংলাদেশি অলরাউন্ডার।

টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে অ্যান্টিগা। ওপেনার রাকিম কর্নওয়ালের দ্রুত বিদায়ের পর দলের হাল ধরেন আমির জাঙ্গো ও আন্দ্রিস গাউস। তাদের ১০৮ রানের জুটিতে বড় সংগ্রহের ভিত পায় দলটি।

গাউস ৪৫ বলে ৬১ রান এবং জাঙ্গো ৪৯ বলে ৫৫ রান করেন। এরপর দ্রুত কয়েকটি উইকেট হারালেও শেষ দিকে ব্যাট হাতে তাণ্ডব চালান সাকিব। মাত্র ৯ বলে ৪টি চার ও একটি ছক্কায় ২৬ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৬ রানের সংগ্রহ দাঁড় করায় অ্যান্টিগা।

জবাব দিতে নেমে, ত্রিনবাগো নাইট রাইডার্স সহজেই জয় তুলে নেয়। দলীয় ২৫ রানে কলিন মানরো আউট হলেও এরপর আর কোনো বিপদ হতে দেননি নিকোলাস পুরান ও অ্যালেক্স হেলস।

পুরান ৫৩ বলে ৯০ রানের অপরাজিত ইনিংস খেলেন, যেখানে ছিল ৮টি ছক্কা। অন্যদিকে, হেলস ৪০ বলে ৫৪ রান করে অপরাজিত থাকেন। তাদের ১৪৩ রানের অবিচ্ছেদ্য জুটিতে মাত্র ১৭.৩ ওভারে, ১৫ বল ও ৯ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে ত্রিনবাগো।

বোলিংয়েও চেষ্টা করেছেন সাকিব। ৩ ওভার বল করে ২৪ রান খরচ করলেও কোনো উইকেট পাননি তিনি। এই পরাজয়ে সিপিএল থেকে ছিটকে গেল সাকিবের দল।