রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

স্টারলিংকে নজিরবিহীন বিভ্রাট: বিশ্বজুড়ে অচল লাখো ইন্টারনেট ব্যবহারকারী

তথ্যপ্রযুক্তি ডেস্ক

জুলাই ২৫, ২০২৫, ১১:৪৬ এএম

স্টারলিংকে নজিরবিহীন বিভ্রাট: বিশ্বজুড়ে অচল লাখো ইন্টারনেট ব্যবহারকারী

ছবি- দিনাজপুর টিভি

ইলন মাস্কের স্পেসএক্সের স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সার্ভিস ‘স্টারলিংক’ এ বৃহস্পতিবার (২৫ জুলাই) এক নজিরবিহীন বিভ্রাট দেখা দেওয়ায় বিশ্বের লাখো ব্যবহারকারী একসঙ্গে ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। এই ব্যাপক পরিসরের বিভ্রাট প্রায় আড়াই ঘণ্টা ধরে স্থায়ী হয়, যা প্রতিষ্ঠানটির শীর্ষ নির্বাহীদের পাশাপাশি স্টারলিংকের প্রতিষ্ঠাতা ইলন মাস্ককেও দুঃখ প্রকাশ করতে বাধ্য করে।

২০২০ সাল থেকে স্পেসএক্স মহাকাশে ৮ হাজারের বেশি স্টারলিংক স্যাটেলাইট পাঠিয়েছে। পৃথিবীর কাছাকাছি কক্ষপথে এসব স্যাটেলাইটের মাধ্যমে প্রতিষ্ঠানটি একটি বিস্তৃত এবং ছড়িয়ে থাকা ইন্টারনেট নেটওয়ার্ক তৈরি করেছে, যা বিশ্বের ১৪০টিরও বেশি দেশ ও অঞ্চলে ৬০ লাখেরও বেশি ব্যবহারকারীকে উচ্চগতির ইন্টারনেট সরবরাহ করে। দুর্গম এলাকাতেও ইন্টারনেট পৌঁছে দেওয়ার ক্ষেত্রে স্টারলিংক একটি বিপ্লবী সেবা হিসেবে পরিচিতি লাভ করেছে। এত বড় পরিসরে স্টারলিংকে ইন্টারনেট বিভ্রাট এর আগে দেখা যায়নি।

সংবাদমাধ্যম আল জাজিরার আজ শুক্রবারের (২৫ জুলাই) এক প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৩টা (বাংলাদেশ সময় রাত ১টা) থেকে এই বিভ্রাট শুরু হয়। ইন্টারনেট বিভ্রাট ট্র্যাক করা ওয়েবসাইট ডাউনডিটেক্টর জানায়, বৃহস্পতিবার প্রতিষ্ঠানটিতে ৬১ হাজারের বেশি বিভ্রাট রিপোর্ট জমা পড়ে, যা সমস্যার ব্যাপকতা নির্দেশ করে।

স্টারলিংকের ইঞ্জিনিয়ারিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট মাইকেল নিকোলস জানিয়েছেন, এই বিভ্রাট প্রায় দুই ঘণ্টা ৩০ মিনিট স্থায়ী হয় এবং বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা ১৪০টিরও বেশি দেশ ও অঞ্চলের ৬০ লাখেরও বেশি ব্যবহারকারী এতে ক্ষতিগ্রস্ত হন। তিনি দাবি করেন, স্টারলিংকের মূল নেটওয়ার্ক পরিচালনার জন্য প্রয়োজনীয় কিছু অভ্যন্তরীণ সফটওয়্যারে ত্রুটি ছিল, যার কারণেই এই বিভ্রাট দেখা দেয়।

মাইকেল নিকোলস এই সাময়িক সমস্যার জন্য দুঃখ প্রকাশ করে বলেন, "স্টারলিংক সবসময়ই একটি নির্ভরযোগ্য নেটওয়ার্ক সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা এই ঘটনার মূল কারণ তদন্ত করে নিশ্চিত করব— এমন যেন আর না ঘটে।"

এদিকে, স্টারলিংকের প্রতিষ্ঠাতা এবং স্পেসএক্স ও টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কও নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এই বিভ্রাটের জন্য দুঃখ প্রকাশ করেছেন। তিনি লেখেন, "এই বিভ্রাটের জন্য দুঃখিত। স্পেসএক্স এর মূল কারণ খুঁজে বের করে তা চিরতরে সমাধান করবে।"

বিশ্লেষকরা মনে করছেন, এত বড় পরিসরের এই বিভ্রাট কেবল একটি সফটওয়্যার ত্রুটি নয়, এটি ব্যর্থ হওয়া আপডেট কিংবা এমনকি সাইবার আক্রমণের ফলও হতে পারে। তবে, স্টারলিংক কর্তৃপক্ষ এটিকে অভ্যন্তরীণ সফটওয়্যারের ত্রুটি হিসেবেই ব্যাখ্যা করেছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। এই ঘটনা স্যাটেলাইট ইন্টারনেট সেবার স্থিতিশীলতা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।