সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

৫ আগস্ট হোক গণতন্ত্র প্রতিষ্ঠার দিন: তারেক রহমান।

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৫, ২০২৫, ১২:৫২ পিএম

৫ আগস্ট হোক গণতন্ত্র প্রতিষ্ঠার দিন: তারেক রহমান।

ছবি- সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে এক বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৫ আগস্টকে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার দিন হিসেবে পালনের আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার (৫ আগস্ট) দেওয়া এই বক্তব্যে তিনি শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং ফ্যাসিবাদী শাসনের কঠোর সমালোচনা করেন।


তারেক রহমান তার বক্তব্যে বলেন, "আজ থেকে ঠিক এক বছর আগে ২০২৪ সালের এই দিনে ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়েছেন। রাহুমুক্ত হয়েছে দেশ।" তিনি এই দিনটিকে স্বাধীনতা ও গণতন্ত্রপ্রিয় জনগণের জন্য আনন্দের ও বিজয়ের দিন হিসেবে আখ্যায়িত করেন। তিনি উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকার এই দিনটিকে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' হিসেবে ঘোষণা করেছে এবং জনগণ প্রতি বছর দিনটি সরকারি ছুটি হিসেবে উপভোগ করবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, একুশ শতকের এই বাংলাদেশে পলাতক স্বৈরাচার এক বিভীষিকার রাজত্ব কায়েম করেছিল। গুম, খুন, অপহরণ, হামলা ও মামলা ছিল নিত্যদিনের ঘটনা। বিচার বিভাগ, নির্বাচন কমিশনসহ দেশের সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে অকার্যকর করে দেওয়া হয়েছিল। শিক্ষা ব্যবস্থা নষ্ট করে শিক্ষার্থীদের হাতে লগি-বৈঠা তুলে দেওয়া হয়েছিল। তিনি আরও অভিযোগ করেন, দেশ থেকে ২৮ লাখ কোটি টাকা পাচার করা হয়েছে, যা দেশের অর্থনীতিকে বিপর্যস্ত করে তুলেছে।

তারেক রহমান জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানান। তিনি বলেন, এই অভ্যুত্থানে দেড় হাজারের বেশি মানুষ শহীদ হয়েছেন এবং প্রায় ৩০ হাজার মানুষ আহত হয়েছেন। তিনি শহীদ আবু সাঈদ, ওয়াসিম, মুগ্ধসহ অন্যান্যদের বুকে গুলি করে হত্যা করার নির্মমতার কথা উল্লেখ করেন। তিনি বলেন, "১৯৭১ সাল ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ। আর ২০২৪ সাল ছিল স্বাধীনতা রক্ষার যুদ্ধ।" তিনি সব শহীদদের অবদানের কথা স্মরণ করে তাদের প্রতি ঋণ পরিশোধের জন্য একটি সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিত করার আহ্বান জানান।