আগস্ট ১০, ২০২৫, ০৭:৪৮ পিএম
২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থানে তরুণ সমাজের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারে নতুন রাজনৈতিক দল ও সংগঠনের প্রভাব বৃদ্ধি পেয়েছে। এদের মধ্যে অন্যতম একটি সংগঠন হলো জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সম্প্রতি, এনসিপির যুব সংগঠন জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম অভিযোগ করেছেন যে, তার দলের নেতাকর্মীরা ‘মিডিয়া ট্রায়ালের’ শিকার হচ্ছেন। তার মতে, একটি অপশক্তি পরিকল্পিতভাবে মিডিয়ার মাধ্যমে তাদের গ্রহণযোগ্যতা নষ্ট করার চেষ্টা করছে। এই অভিযোগটি দেশের রাজনৈতিক ও গণমাধ্যম মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম অভিযোগ করেছেন যে, তাদের নেতাকর্মীরা ‘মিডিয়া ট্রায়ালের’ শিকার হচ্ছেন। রবিবার (১০ আগস্ট) রাজধানীর বাংলামোটরে জাতীয় যুব সম্মেলন-২০২৫ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
তারিকুল ইসলাম বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে যারা সম্মুখসারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং আমাদের এনসিপির যারা রয়েছেন, তারা অবশ্যই মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছেন।” তিনি অভিযোগ করেন, কিছু অপশক্তি মিডিয়ার মাধ্যমে এনসিপি নেতাকর্মীদের গ্রহণযোগ্যতা নষ্ট করার জন্য কাজ করছে।
তারিকুল আরও বলেন, “এনসিপির নেতাকর্মীদের বিতর্কিত করার জন্য এমন কোনো শক্তি নেই যে আজকে চেষ্টা অব্যাহত রাখছে না। আমরা দেখতে পাচ্ছি, যখনই তরুণেরা কিছু একটা করছে বা এনসিপি সম্পর্কিত কোনো কিছু আসছে, সেটা সাত দিন ধরে খবরের পাতায় থাকে। কিন্তু অন্যদের ক্ষেত্রে এমনটা হচ্ছে না, অনেক গুরুতর কিছু হয়ে গেলেও সেগুলো মিডিয়ার মধ্যে আসছে না।”
তিনি দেশের সব রাজনৈতিক দল এবং মিডিয়ার প্রতি এনসিপির প্রতি সহনশীল আচরণ প্রদর্শনের আহ্বান জানান। তিনি বলেন, “যদি তরুণদেরকে রাজনীতি থেকে বাদ দেওয়ার জন্য উঠেপড়ে লাগে, তবে তা বাংলাদেশের জন্য অশনিসংকেত। কারণ এই গণঅভ্যুত্থানে তরুণেরাই নেতৃত্ব দিয়েছিল, যার কারণে আমরা ১৬ বছরের ফ্যাসিবাদ থেকে মুক্তি পেয়েছি।”
তারিকুল ইসলাম জানান, আগামী ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) ‘জাতীয় যুব সম্মেলন’ আয়োজন করা হবে। এই সম্মেলনে তারা যুব ইশতেহার প্রকাশ করবেন।