আগস্ট ৫, ২০২৫, ০৬:৪৪ পিএম
গত ৫ আগস্টের গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে দেশের বিভিন্ন রাজনৈতিক দল নানা কর্মসূচি পালন করছে। এই প্রেক্ষাপটে নোয়াখালীর সেনবাগ উপজেলা বিএনপি এক আনন্দ মিছিল ও সমাবেশের আয়োজন করে। এই সমাবেশে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক দলের বর্তমান পরিস্থিতি, নেতৃত্ব এবং দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বক্তব্য দেন।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কঠোর এবং বিচক্ষণ নেতৃত্বের কারণেই প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে বিএনপি এখনো টিকে আছে। মঙ্গলবার দুপুরে নোয়াখালীর সেনবাগ উপজেলা বিএনপির আয়োজিত এক সমাবেশে তিনি এই মন্তব্য করেন।
গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আনন্দ মিছিল পূর্ববর্তী সমাবেশে জয়নুল আবদিন ফারুক বলেন, "সারা বাংলাদেশে যারা বিএনপির ওপর নির্যাতন, অত্যাচার করেছে, বিএনপির নেতাকর্মীদের নিঃশেষ করে দিয়েছে, যারা এখন পরিবার নিয়ে স্বাভাবিক জীবন ধারণ করতে পারে না, তাদের সামনে গণতন্ত্র হত্যাকারীরা যদি মিছিল করে তারা কি সেটা মেনে নিতে পারে? কিন্তু আমাদের নেতা তারেক রহমান বলে দিয়েছেন কোনো প্রকার মব সৃষ্টি করা যাবে না, আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। তাইতো তারেক রহমানের শক্তহাতে বিএনপি টিকে আছে।"
তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের প্রতিও আহ্বান জানান। ফারুক বলেন, "আমরা আপনাকে পছন্দ করি, আপনার কথা আমাদের ভালো লাগে। কিন্তু কারও কথায় নির্বাচন নিয়ে টালবাহানা করবেন না। নির্বাচন যতই বিলম্বিত হচ্ছে ততই অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠছে। এদের যদি রুখতে হয়, হাসিনার বিচার করতে হয়, তাহলে নির্বাচন দিতে হবে।"
জয়নুল আবদিন ফারুক আরও বলেন, "যারা তারেক রহমানকে ক্ষমতায় বসতে দিতে চাচ্ছে না এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।" তিনি আরও জোর দিয়ে বলেন যে, বিএনপিকে বাদ দিয়ে এদেশে কোনো নির্বাচন হবে না, কারণ বিএনপি একটি ধৈর্যের দল।
সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুক্তার হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে এবং পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল হান্নান লিটনের সঞ্চালনায় আয়োজিত এই সমাবেশে অন্যান্য স্থানীয় নেতারাও বক্তব্য রাখেন।