সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

কক্সবাজার ছাড়লেন এনসিপির ৫ শীর্ষ নেতা, নোটিশের মুখে দল

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৬, ২০২৫, ০৪:৫৬ পিএম

কক্সবাজার ছাড়লেন এনসিপির ৫ শীর্ষ নেতা, নোটিশের মুখে দল

ছবি- সংগৃহীত

সাম্প্রতিক সময়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচ শীর্ষ নেতার কক্সবাজার সফর ঘিরে দেশের রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। বিশেষ করে, একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দিবসে তাদের অনুপস্থিতি এবং সাবেক এক বিদেশি রাষ্ট্রদূতের সঙ্গে গোপন বৈঠকের গুঞ্জনের কারণে এই সফর বিতর্কের জন্ম দেয়। এরই মধ্যে দল থেকে তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এখন এই নেতারা কক্সবাজার ছেড়ে যাচ্ছেন, যা নিয়ে তৈরি হয়েছে নতুন গুঞ্জন।

কক্সবাজারের ইনানীর সি-পার্ল বিচ রিসোর্টে অবস্থানরত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচ শীর্ষ নেতা হোটেল ত্যাগ করেছেন। আজ বুধবার (০৬ আগস্ট) দুপুর দেড়টার দিকে একটি সাদা রঙের ভিআইপি গাড়িতে করে তারা হোটেল সি-পার্ল থেকে বেরিয়ে আসেন।


বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে জানা যায়, হোটেল ছাড়ার পর এনসিপি নেতারা প্রথমে কক্সবাজারের কলাতলিস্থ শালিক রেস্তোরাঁয় দুপুরের খাবার খান। এরপর তারা বেলা সাড়ে ৩টায় সৈকত সাগর সংলগ্ন হোটেল প্রাসাদ প্যারাডাইজে অবস্থান নেন। তবে তারা কী সড়কপথে নাকি আকাশপথে কক্সবাজার ছেড়ে যাচ্ছেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে মঙ্গলবার (০৫ আগস্ট) হঠাৎ করে এনসিপির পাঁচ শীর্ষ নেতা কক্সবাজারে এসে পৌঁছান। তাদের এই আগমনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন তৈরি হয়। এমনকি তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের গোপন বৈঠকের গুঞ্জনও ছড়িয়ে পড়েছিল। তবে হোটেল কর্তৃপক্ষ এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এই খবরটি সত্য নয় বলে জানানো হয়।

কক্সবাজার জেলা পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, এনসিপির নেতারা মঙ্গলবার বেলা ১১টা ২৫ মিনিটে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কক্সবাজার পৌঁছান। এরপর তারা ইনানীর সি-পার্ল বিচ রিসোর্টের (রয়েল টিউলিপ) ৫০০১, ৫০০২ ও ৫০০৩ নম্বর কক্ষে ওঠেন। ওই কর্মকর্তা জানান, এনসিপির পাঁচ নেতার মধ্যে রয়েছেন- হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, ডা. তাসমিন জারা, নাসীরুদ্দিন পাটোয়ারী ও খালেদ সাইফুল্লাহ। সূত্রটি আরও জানায়, তাদের সঙ্গে সফরসঙ্গী হিসেবে রয়েছেন সারজিস আলমের স্ত্রীও। এই নেতারা ভিআইপি লাউঞ্জ ব্যবহার না করে সাধারণ যাত্রীদের গেট দিয়ে বের হয়ে যান।

এদিকে, স্থানীয় বাসিন্দারা জানান, মঙ্গলবার থেকে ইনানীর সি-পার্ল বিচ রিসোর্ট (রয়েল টিউলিপ) এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছিলেন। আজ দুপুর দেড়টার পর তারা এলাকা ত্যাগ করেন। দুপুর দেড়টায় কক্সবাজার এয়ারপোর্টে দায়িত্বরত এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, এনসিপির শীর্ষ পাঁচ নেতার নামে কোনো ফ্লাইটের বুকিং নেই। অন্য একটি সূত্র বলছে, তারা সড়ক পথে মহেশখালীর মাতারবাড়িও যেতে পারেন।

উল্লেখ্য, গণঅভ্যুত্থান দিবসে দলের রাজনৈতিক পর্ষদকে পূর্ব থেকে না জানিয়ে কক্সবাজার যাওয়ায় হাসনাত-সারজিসসহ এনসিপির ৫ শীর্ষ নেতাকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। দলের যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেনের কাছে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদান করার জন্য অনুরোধ করা হয়।