সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

গোপনে হোটেল বদলালেন সারজিস-হাসনাতরা, চলছে নানা গুঞ্জন

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৬, ২০২৫, ১১:৩০ পিএম

গোপনে হোটেল বদলালেন সারজিস-হাসনাতরা, চলছে নানা গুঞ্জন

ছবি- সংগৃহীত

সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা ও গণঅভ্যুত্থানের পর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একটি গুরুত্বপূর্ণ অবস্থানে চলে আসে। এমন পরিস্থিতিতে দলের পাঁচ শীর্ষ নেতার কক্সবাজার সফরকে ঘিরে রাজনৈতিক মহলে নানা জল্পনা-কল্পনা শুরু হয়। বিশেষত, কোনো পূর্ব ঘোষণা ছাড়াই তাদের এই সফর, বিলাসবহুল রিসোর্টে অবস্থান এবং আকস্মিক হোটেল পরিবর্তনের ঘটনাটি এই রহস্যকে আরও ঘনীভূত করেছে। এই ঘটনাটি শুধু স্থানীয় প্রশাসন নয়, বরং সারাদেশের রাজনৈতিক অঙ্গনে মনোযোগ আকর্ষণ করেছে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচ শীর্ষ নেতার রহস্যময় কক্সবাজার সফর নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। কোনো পূর্বঘোষণা ছাড়াই কক্সবাজারে আগমন, বিলাসবহুল রিসোর্টে অবস্থান এবং আকস্মিকভাবে হোটেল পরিবর্তনের ঘটনাটি জন্ম দিয়েছে নানা গুঞ্জনের।


বুধবার (০৬ আগস্ট) বেলা দেড়টার দিকে একটি সাদা ভিআইপি গাড়িতে করে তারা ইনানীর সি-পার্ল বিচ রিসোর্ট (রয়েল টিউলিপ) ত্যাগ করেন। এরপর কলাতলীর শালিক রেস্টুরেন্টে মধ্যাহ্নভোজ সেরে বিকেল ৩টার দিকে একপ্রকার 'গোপনে' শহরের অভিজাত হোটেল 'প্রাসাদ প্যারাডাইসে' ওঠেন। এই আকস্মিক স্থান পরিবর্তন স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক মহলের নজর এড়ায়নি।

মঙ্গলবার (০৫ আগস্ট) হঠাৎ করেই এনসিপির পাঁচ শীর্ষ নেতা কক্সবাজার পৌঁছান। তাদের আগমনকে ঘিরে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, তারা যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করতে পারেন। তবে হোটেল কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা যায়, এই গুঞ্জন সত্য নয়।

কক্সবাজার জেলা পুলিশের একজন কর্মকর্তা জানান, এনসিপির এই পাঁচ নেতা হলেন হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, ডা. তাসমিন জারা, নাসীরুদ্দিন পাটোয়ারী ও খালেদ সাইফুল্লাহ। মঙ্গলবার বেলা ১১টা ২৫ মিনিটে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা কক্সবাজার আসেন। পরে তারা ইনানীর সি-পার্ল বিচ রিসোর্টের ৫০০১, ৫০০২ ও ৫০০৩ নম্বর কক্ষে অবস্থান নেন।

এনসিপি নেতাদের বহনকারী গাড়ির চালক নুরুল আমিন জানান, হাসনাত, সারজিস ও নাসীরুদ্দীন পাটোয়ারীসহ দুই নারী (একজন সারজিস আলমের স্ত্রী এবং অপরজন সমন্বয়ক তাসনিম জারা) তার গাড়িতে করে হোটেলে যান।

এই সফরের মধ্যে আরও চাঞ্চল্যকর খবর হলো, গণঅভ্যুত্থান দিবসে বিনা নোটিশে কক্সবাজার যাওয়ায় হাসনাত-সারজিসসহ পাঁচ শীর্ষ নেতাকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। দলের যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। তাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেনের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদান করতে বলা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মঙ্গলবার থেকে ইনানীর সি-পার্ল বিচ রিসোর্ট এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা লক্ষ্য করা গেছে, যা আজ দুপুর দেড়টার পর কমে আসে। এ বিষয়ে স্থানীয় এনসিপি নেতারাও কোনো নিশ্চিত তথ্য দিতে পারেননি যে কেন্দ্রীয় নেতারা কখন কক্সবাজার ত্যাগ করবেন।

কক্সবাজার এয়ারপোর্টের এক কর্মকর্তা জানান, বুধবার দুপুর দেড়টা পর্যন্ত এনসিপির শীর্ষ পাঁচ নেতার নামে কোনো ফিরতি ফ্লাইটের বুকিং নেই।