সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

আইফেল টাওয়ারের সামনে প্রবাসীদের ভোটাধিকারের দাবি

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৭, ২০২৫, ১২:১৫ এএম

আইফেল টাওয়ারের সামনে প্রবাসীদের ভোটাধিকারের দাবি

ছবি- সংগৃহীত

ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত বিখ্যাত আইফেল টাওয়ারের সামনে দাঁড়িয়ে প্রবাসীরা তাঁদের ভোটাধিকারের দাবি জানিয়েছেন। জাতীয় নাগরিক পার্টি – ডায়াস্পোরা অ্যালায়েন্স ফ্রান্সের সদস্যরা এই দাবির প্রতি সংহতি প্রকাশ করে একটি কর্মসূচি পালন করেন।

গত ২৭ জুলাই এই বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রবাসীরা নির্বাচন কমিশনের কাছে দ্রুত ভোটার নিবন্ধন প্রক্রিয়া শুরু করার জন্য কার্যকরী উদ্যোগ এবং আগামী ১৪ই আগস্টের মধ্যে একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রকাশের দাবি জানান। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত "আমার ভোট আমি দেব, প্রবাস থেকেও অংশ নেব"—এই স্লোগানে একটি অনলাইন ক্যাম্পেইন অব্যাহত থাকবে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বাংলাদেশে বর্তমানে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ। এর মধ্যে প্রায় ১ কোটি ৩৪ লাখ ভোটার প্রবাসে অবস্থান করছেন, যারা ভোটাধিকার থেকে বঞ্চিত। ফ্রান্সে বসবাসরত লক্ষাধিক বাংলাদেশি ভোটার নিবন্ধন বা পোস্টাল/অনলাইন ব্যালটে ভোট দেওয়ার বিষয়ে এখনো অবগত নন। এ কারণে, প্রবাসীরা প্রতি দুই সপ্তাহ অন্তর নির্বাচন কমিশনের কাছে অনলাইন ব্রিফিং করার দাবি জানিয়েছেন।