আগস্ট ৭, ২০২৫, ০৬:০৫ পিএম
১৯৭১ সালের ভূমিকার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়ে জামায়াতে ইসলামীকে আসন্ন সংসদ নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
দুদু বলেন, “৭১-এ আপনারা যে ভুল করেছেন, তা সংশোধনের একটি সুযোগ এখনো আছে। আপনারা এখনো ক্ষমা চাননি। ক্ষমা চান, নির্বাচনে অংশ নিন। তাহলে অতীতের ভুল কিছু হলেও মোচন হবে। যদি নির্বাচন প্রতিরোধের জন্য রাস্তায় নামেন, তাহলে সেই ভুল দ্বিগুণ হবে।”
তিনি আরও বলেন, একসময় আন্দোলনের স্বার্থে বিএনপি জামায়াতের পাশে দাঁড়িয়েছিল। সেই সময়ে জামায়াত জনগণের কাছাকাছি আসার সুযোগ পেয়েছিল। যদি সেই সম্পর্ককে মনে রাখা হয়, তবে এটি জামায়াত এবং দেশের জন্য শুভকর হবে।
শামসুজ্জামান দুদু বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব বলেও বিশ্বাস প্রকাশ করেন। তিনি বলেন, “বিএনপি আগা-গোড়া এই নির্বাচনী উদ্যোগকে সমর্থন দিয়ে আসছে।” তিনি আরও সতর্ক করেন, যদি নির্বাচন না হয়, তাহলে দেশ অনিশ্চিত গন্তব্যে পৌঁছাবে।
এই আলোচনা সভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।