সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

কক্সবাজারে যাওয়া ছিল ‘নীরব প্রতিবাদ’: হাসনাত

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৭, ২০২৫, ০৮:৪৪ পিএম

কক্সবাজারে যাওয়া ছিল ‘নীরব প্রতিবাদ’: হাসনাত

ছবি- সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সম্প্রতি দলের পক্ষ থেকে দেওয়া নোটিশের জবাবে জানিয়েছেন, ৫ আগস্ট তার কক্সবাজার সফর ছিল ‘অসম্পূর্ণ জুলাই ঘোষণাপত্রের’ প্রতি এক নীরব প্রতিবাদ। তিনি বলেন, ৪ আগস্ট সন্ধ্যায় তিনি জানতে পারেন যে জুলাই ঘোষণাপত্র পাঠের অনুষ্ঠানে আন্দোলনের আহত ও নেতৃত্বদানকারী অনেককে বাদ দেওয়া হয়েছে।


বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে হাসনাত আবদুল্লাহ লিখেছেন, “যেখানে ঐক্যের পরিবর্তে বিভাজনকে, শহীদ এবং আহতদের পরিবর্তে কিছু মুষ্টিমেয় গোষ্ঠীর কথা এবং মতামতকেই প্রাধান্য দেওয়া হয়েছে, সেখানে উপস্থিত থাকার কোনো ইচ্ছা বা প্রয়োজন আমি বোধ করিনি।” তাই তিনি এই গুরুত্বপূর্ণ সময়ে ঢাকার বাইরে গিয়ে পরিস্থিতি পুনর্বিবেচনা এবং পরবর্তী করণীয় নিয়ে চিন্তাভাবনা করার সিদ্ধান্ত নেন।

তিনি আরও বলেন যে, তিনি এই সফরের বিষয়ে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবহিত করেছিলেন এবং তিনি আহ্বায়ককে বিষয়টি জানানোর পর সম্মতি পেয়েছিলেন। পরে নাসীরুদ্দীন, সস্ত্রীক সারজিস আলম এবং তাসনিম জারা-খালেদ সাইফুল্লাহ দম্পতি তার সঙ্গে যুক্ত হন।

: হাসনাত আবদুল্লাহ তার পোস্টে অভিযোগ করেন যে, বিমানবন্দর থেকে তাদের প্রতিটি পদক্ষেপের ছবি ও ভিডিও রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা গণমাধ্যমের হাতে তুলে দিয়েছে। তিনি বলেন, “কিছু গণমাধ্যম ও গোয়েন্দা সংস্থার যোগসাজশে আমাদের প্রতিটি পদক্ষেপকে অপরাধপ্রবণ এবং সন্দেহজনক হিসেবে উপস্থাপন করার অপচেষ্টা চালানো হয়েছে।” এমনকি তাদের বিরুদ্ধে গুজব ছড়ানো হয়েছে যে তারা গণতন্ত্রের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করতে পিটার হাসের সঙ্গে গোপন বৈঠকে যাচ্ছেন, অথচ তখন পিটার হাস বাংলাদেশেই ছিলেন না। এই ঘটনায় তিনি অবাক ও ক্ষুব্ধ বলে জানান।