সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

দেশের জন্য সন্তানকে উৎসর্গ করেছে সাদের পরিবার

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৮, ২০২৫, ০৭:১৫ পিএম

দেশের জন্য সন্তানকে উৎসর্গ করেছে সাদের পরিবার

ছবি- সংগৃহীত

গত বছরের জুলাই মাসের গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের মধ্যে অন্যতম হলেন মানিকগঞ্জের সাটুরিয়ার আফিকুল ইসলাম সাদ। তার প্রথম মৃত্যুবার্ষিকীতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা শহীদ সাদের কবর জিয়ারত করেছেন। এই সময় তিনি শহীদ পরিবারের প্রতি শ্রদ্ধা জানান এবং তাদের আত্মত্যাগের কথা স্মরণ করেন।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য আফরোজা খানম রিতা বলেছেন, জুলাই আন্দোলনের শহীদ আফিকুল ইসলাম সাদের পরিবার দেশের জন্য তাদের সন্তানকে উৎসর্গ করেছে। শুক্রবার (৮ আগস্ট) সাদের প্রথম মৃত্যুবার্ষিকীতে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় তার কবর জিয়ারতকালে তিনি এসব কথা বলেন।

 আফরোজা খানম রিতা বলেন, "মা-বাবাকে সন্তান হারানোর সান্ত্বনা দেওয়া যায় না। আমরা শহীদ সাদের মা-বাবাকে সান্ত্বনা দিতে আসিনি, তাদের শ্রদ্ধা জানাতে এসেছি।" তিনি আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার শত শত লাশ ফেলে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিল। দেশের অকুতোভয় ছাত্র-জনতার আত্মত্যাগের কারণে তা সম্ভব হয়নি। শহীদ পরিবারগুলোর দায়িত্ব নেওয়া আমাদের কর্তব্য।

আফরোজা খানম রিতা এই সময় মানিকগঞ্জের তিনটি সংসদীয় আসনকে আগের মতো চারটিতে উন্নীত করার দাবির কথাও তুলে ধরেন। তিনি বলেন, এটি বাস্তবায়িত হলে নদী বেষ্টিত এই জেলার মানুষেরা আরও বেশি গুরুত্ব পাবে। এই বিষয়ে তারা দলীয় ফোরাম এবং নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন।

এ সময় মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নূরতাজ আলম বাহার, আ. তা. ম. জহির আলম খান লদি, গোলাম আবেদীন কায়সার সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।