আগস্ট ৩১, ২০২৫, ১০:৫২ এএম
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর সাম্প্রতিক হামলাকে ইঙ্গিত করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ মন্তব্য করেছেন যে, যদি রাজনৈতিক সংস্কার না হয়, তবে তাদের জন্যও একই পরিণতি অপেক্ষা করছে। শনিবার (৩০ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এই মন্তব্য করেন, যা দেশের রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
হাসনাত আবদুল্লাহ বলেন, “নুর ভাইয়ের (নুরুল হক নূর) ওপর যে আক্রমণটা হয়েছে—এটা আমাদের জন্য একটা ম্যাসেজ। একই পরিণতি আমাদের জন্য অপেক্ষা করছে যদি আমরা নিয়ম পরিবর্তন না করতে পারি। খালেদা জিয়ার যে পরিণতি হয়েছিল আমাদের জন্যও একই পরিণতি অপেক্ষা করছে।”
তিনি আরও বলেন, “আমরা দেখেছি তারেক জিয়াকে মুচলেকা দিয়ে দেশ ছাড়তে হয়েছে। এই পরিণতি থেকে বাঁচতে হলে আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে এবং নিয়মের পরিবর্তন আনতে হবে, যেটাকে আমরা 'সংস্কার' বলে অভিহিত করছি।”
‘উঠানে নতুন সংবিধান’ শীর্ষক এই বৈঠকটি এনসিপির বিজয়নগর উপজেলা কমিটি কর্তৃক আয়োজিত হয়েছিল। প্রধান অতিথির বক্তব্যে হাসনাত আবদুল্লাহ বলেন, “আমাদের এখন বলা হয় নির্বাচন বিরোধী। আমরা নির্বাচনের পাশাপাশি বিচার ও সংস্কারও চাই। বিনা বিচারে যে আমাদের ঘর থেকে তুলে নিয়ে যাওয়া হবে না, তার কি কোনো সমাধান হয়েছে?”
তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করতে চাই না যে সব রাজনৈতিক দলের মনস্তত্ত্ব এমন যে, যদি ধানের শীষ না থাকে তাহলে প্রয়োজনে তারাই ব্যালট পেপার ছাপাবে। তবে আমরা সব দলের সঙ্গে ঐক্যবদ্ধ থাকতে চাই।”