জুলাই ২৯, ২০২৫, ১০:২৪ এএম
হযরত আলী (রা.) থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে যে, একজন চুক্তিবদ্ধ গোলাম তাঁর (আলী রা.-এর) কাছে এসে বললেন, "আমার চুক্তির অর্থ পরিশোধ করতে আমি অপরাগ হয়ে পড়েছি। আমাকে আপনি সহযোগিতা করুন।"
উত্তরে আলী (রা.) বললেন, "আমি তোমাকে কি এমন একটি বাক্য শিখিয়ে দিব না যা আমাকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছিলেন? যদি তোমার উপর সীর (সাবীর) পর্বত পরিমাণ ঋণও থাকে তবেও আল্লাহ তায়ালা তোমাকে তা পরিশোধের ব্যবস্থা করে দিবেন।"
আলী (রা.) বললেন, "তুমি বল—
«اللَّهُمَّ اكْفِنِي بِحَلاَلِكَ عَنْ حَرَامِكَ، وَأَغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ».
উচ্চারণ: আল্লা-হুম্মাকফিনী বিহালা-লিকা আন হারা-মিকা ওয়া আগনিনী বিফাদ্বলিকা আম্মান সিওয়া-ক।
অর্থ: হে আল্লাহ! আপনি আমাকে আপনার হালাল দ্বারা পরিতুষ্ট করে আপনার হারাম থেকে ফিরিয়ে রাখুন এবং আপনার অনুগ্রহ দ্বারা আপনি ছাড়া অন্য সকলের থেকে আমাকে অমুখাপেক্ষী করে দিন।"
(তিরমিজি, হাদিস : ৩৫৬৩)
আপনার মতামত লিখুন: