জুলাই ২৯, ২০২৫, ১০:৩৮ এএম
বাংলাদেশ প্রিমিয়ার লিগের অন্যতম সফল দল বসুন্ধরা কিংস বরাবরই তাদের ফুটবল দলে নতুনত্ব আনতে আগ্রহী। গত মৌসুমে প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় এবার তারা কোচিং প্যানেলে বড় পরিবর্তন এনেছে। শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্যে এবার এক হাইপ্রোফাইল ব্রাজিলিয়ান কোচকে দায়িত্ব দেওয়া হচ্ছে, যার এশিয়ান ফুটবলে রয়েছে ব্যাপক অভিজ্ঞতা। এই পদক্ষেপ দেশের ফুটবলে নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।
লিগ শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্যে এবার ব্রাজিলের হাইপ্রোফাইল কোচ সার্জিও ফারিয়াসকে দলে আনছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের জায়ান্ট বসুন্ধরা কিংস। এএফসি চ্যালেঞ্জ লিগের জন্য গত সোমবার ছিল খেলোয়াড় ও কোচ নিবন্ধনের শেষ দিন, আর সেদিনই এএফসি পোর্টালে কিংস ব্রাজিলীয় কোচ ফারিয়াসের নাম নিবন্ধন করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন কিংসের সভাপতি ইমরুল হাসান।
এছাড়াও, কিউবার ফুটবলার মিচেলকে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের জন্য নিবন্ধন করেছে কিংস। ইমরুল হাসান জানিয়েছেন, "কিউবা মিচেল কিংসের হয়ে খেলবে। তিন-চারদিনের মধ্যে সে ঢাকায় আসবে।" মিচেল এর আগে ইংল্যান্ডের সান্ডারল্যান্ড ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন।
২০১৮ সাল থেকে বসুন্ধরা কিংস প্রিমিয়ার লিগে খেলছে। টানা পাঁচ বছর তারা স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোনের অধীনে খেলেছে, যার অধীনে দল চারবার প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়েছে। অস্কারের বিদায়ের পর গত মৌসুমে দায়িত্বে ছিলেন রুমানিয়ার কোচ ভ্যালেরি তিতে। তার অধীনে কিংস ফেডারেশন কাপ ও চ্যালেঞ্জ কাপ জিতলেও, এএফসি চ্যালেঞ্জ লিগ এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগে সফল হতে পারেনি।
ফলস্বরূপ, এবার কিংস কোচ পরিবর্তন করেছে। কয়েক মাস খোঁজাখুঁজির পর তারা ব্রাজিলের অভিজ্ঞ কোচ সার্জিও ফারিয়াসকে চূড়ান্ত করেছে। ফারিয়াসের কুয়েত, কাতার, মিসর, থাইল্যান্ড, চীন, সৌদি আরব ও দক্ষিণ কোরিয়ার ক্লাবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ২০০৯ সালে তিনি এএফসি চ্যাম্পিয়ন্স লিগে কোরিয়ান ক্লাব পোহাং স্টিলার্সকে চ্যাম্পিয়ন করান, যা তার কোচিং ক্যারিয়ারের অন্যতম বড় সাফল্য। দক্ষিণ আমেরিকাতেও তার সাফল্য রয়েছে; তিনি ব্রাজিল অনূর্ধ্ব-১৭ ও ২০ দলেও কোচিং করিয়েছেন, এবং ব্রাজিলের বিখ্যাত ক্লাব সান্তোসের অনূর্ধ্ব-২০ দলেও তার কোচিং করানোর অভিজ্ঞতা আছে।
আপনার মতামত লিখুন: