সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২

আল নাসর যেন ‘মিনি পর্তুগাল’, এবার যাচ্ছেন ‘নতুন রোনালদো’ও

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২৮, ২০২৫, ১০:৫৬ এএম

আল নাসর যেন ‘মিনি পর্তুগাল’, এবার যাচ্ছেন ‘নতুন রোনালদো’ও

ছবি- সংগৃহীত

ক্রিশ্চিয়ানো রোনালদো সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেওয়ার পর থেকেই ক্লাবটি আন্তর্জাতিক ফুটবলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তার আগমনের পর থেকে ক্লাবটির দলবদলের নীতিতে এসেছে বড় পরিবর্তন। এবার আরও একজন তারকা ফুটবলারকে দলে ভেড়ানোর প্রক্রিয়া চলছে, যিনি একসময় ‘নতুন রোনালদো’ নামে পরিচিত ছিলেন। এর ফলে আল নাসর যেন পর্তুগিজ তারকাদের এক মিলনমেলায় পরিণত হচ্ছে।

ক্রিশ্চিয়ানো রোনালদো আগেই ছিলেন। এবার আল নাসর কোচ হিসেবে পর্তুগিজ জর্জ জেসুসকে নিয়োগ দিয়েছে। তারই ধারাবাহিকতায় পর্তুগালের ‘নতুন রোনালদো’ খ্যাত জোয়াও ফেলিক্সকেও দলে ভেড়াচ্ছে সৌদি এই ক্লাবটি। এতে যেন আল নাসর ‘মিনি পর্তুগাল’-এ পরিণত হচ্ছে।

গেল মৌসুমের শেষে রোনালদো দল ছাড়ার ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত নতুন চুক্তি সই করেছেন। এরপর থেকেই দলবদলের বাজারে বেশ সক্রিয় আল নাসর। তারই ধারাবাহিকতায় পর্তুগিজ ফরোয়ার্ড ফেলিক্সকে দলে নিতে যাচ্ছে সৌদি প্রো লিগের এই ক্লাব। স্কাই স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, প্রায় ৪৪ মিলিয়ন পাউন্ডে এই চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং দিনদুয়েকের মধ্যেই ফেলিক্সকে দলে নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হবে।

ক্যারিয়ারের শুরুতে ফেলিক্স ‘নতুন রোনালদো’ হিসেবে পরিচিত ছিলেন। ২০১৯ সালে বেনফিকা থেকে তাকে বড় অঙ্কের অর্থের বিনিময়ে কিনে নিয়েছিল আতলেতিকো মাদ্রিদ। কিন্তু এরপর তিনি সেই তকমার ভারটা যেন নিতে পারেননি। আতলেতিকোয় তিনি ৯৬ ম্যাচে ২৫ গোল করেন। চেলসি ও এসি মিলানে ধারে খেলার সময়ও তার পারফরম্যান্স ছিল প্রত্যাশা অনুযায়ী কম।

চেলসি তাকে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে প্রায় ৪৫ মিলিয়ন পাউন্ডে স্থায়ীভাবে কিনে নিলেও প্রথম একাদশে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেননি। গত মৌসুমে এসি মিলানে ধারে খেলে ১৯ ম্যাচে মাত্র তিনটি গোল করেন।

তবে চেলসি তাকে দল থেকে সরিয়ে দিতে মরিয়া ছিল। এমন পরিস্থিতিতে আল নাসরই সবচেয়ে সক্রিয় হয়েছে। ক্লাবটি শিরোপা জেতার লক্ষ্য নিয়েই রোনালদোর চুক্তি নবায়ন করেছে এবং অভিজ্ঞ পর্তুগিজ কোচ জর্জ জেসুসকে এনেছে। এখন ফেলিক্সকে দলে নিতে তাদের সর্বোচ্চ চেষ্টা চলছে।

ফেলিক্সকে বিক্রি করতে পারলে চেলসি তাদের বিনিয়োগের বেশিরভাগই তুলে আনতে পারবে। একই সঙ্গে নতুন খেলোয়াড় কেনার জন্য আর্থিক সুবিধাও তৈরি হবে।