রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

৩৯ বলে সেঞ্চুরি ডি ভিলিয়ার্সের, রানের পাহাড় গড়ল আফ্রিকা

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২৭, ২০২৫, ০৭:১০ পিএম

৩৯ বলে সেঞ্চুরি ডি ভিলিয়ার্সের, রানের পাহাড় গড়ল আফ্রিকা

ছবি- সংগৃহীত

ক্রিকেট ভক্তদের জন্য এবি ডি ভিলিয়ার্সের নাম মানেই এক ধরনের উত্তেজনা ও রোমাঞ্চ। ৩৬০ ডিগ্রী ব্যাটিংয়ের জন্য বিখ্যাত এই সাবেক দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার বহুবার তার অসাধারণ প্রতিভা দেখিয়েছেন। পেশাদার ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর তাকে আবার মাঠে দেখাটা ভক্তদের জন্য এক দারুণ উপহার। অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের নিয়ে আয়োজিত একটি টুর্নামেন্টে তার বিধ্বংসী সেঞ্চুরির খবর পুরোনো স্মৃতিকে আবার তাজা করে তুলেছে।

সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়া এবি ডি ভিলিয়ার্স ব্যাট হাতে আবারও তার জাদু দেখিয়েছেন। সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত বিশ্ব লিজেন্ড চ্যাম্পিয়নশিপে আজ অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্সের বিপক্ষে মাত্র ৩৯ বলে সেঞ্চুরি করে ক্রিকেটপ্রেমীদের মুগ্ধ করেছেন তিনি। তার বিধ্বংসী ইনিংসে ভর করে দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্স রানের পাহাড় গড়েছে।

 

ইংল্যান্ডের হেডিংলিতে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্সের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে তারা ২৪১ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়। দলের হয়ে সর্বোচ্চ ১২৩ রানের ইনিংস খেলেন এবি ডি ভিলিয়ার্স। তার এই ইনিংসটি ৩৬০ ডিগ্রী ব্যাটিংয়ের পুরনো স্মৃতি ফিরিয়ে এনেছে।

অবসর নেওয়ার পরও ডি ভিলিয়ার্স যে এখনও তার ব্যাট হাতে কতটা ভয়ংকর, তা তার এই ইনিংস থেকেই বোঝা যায়। অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্সের বোলাররা তার সামনে অসহায় ছিলেন।

এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে মূলত সাবেক ক্রিকেটারদের প্রতি সম্মান জানাতে এবং ভক্তদের পুরনো দিনের খেলা দেখার সুযোগ করে দিতে। ডি ভিলিয়ার্সের মতো খেলোয়াড়দের এমন পারফরম্যান্স এই লিগের জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে তুলবে।

ম্যাচের বিস্তারিত ফল ও অন্যান্য তথ্যের জন্য আরও অপেক্ষা করতে হবে।