জুলাই ২৭, ২০২৫, ১২:১০ পিএম
টি-টোয়েন্টি ক্রিকেট এখন কেবল রান-উৎসবের খেলা নয়, বরং এটি কৌশল এবং চাপের মুখে পারফর্ম করার ক্ষমতাও পরীক্ষা করে। কোনো দল যখন ২০০ রানের বেশি সংগ্রহ করেও পরাজিত হয়, তখন তা কেবল বিস্ময়ই নয়, বরং দলের অভ্যন্তরীণ দুর্বলতাগুলোকেও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। ওয়েস্ট ইন্ডিজ দলের জন্য এটি একটি বিব্রতকর পরিস্থিতি, যারা নিজেদের মাঠেও ধারাবাহিকভাবে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হচ্ছে। চতুর্থ টি-টোয়েন্টিতে তাদের ২০৫ রান করেও হার সেই দুর্বলতারই এক করুণ চিত্র।
ঘরের মাঠেও হারের বৃত্তে ক্রমাগত ঘুরপাক খাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। অস্ট্রেলিয়ার কাছে টি-টোয়েন্টি সিরিজে টানা চতুর্থ পরাজয়ের মুখ দেখেছে তারা। আগের ম্যাচেই সিরিজ হাতছাড়া হওয়ার পর এই ম্যাচটি ছিল তাদের জন্য সান্ত্বনা পাওয়ার লড়াই। কিন্তু রোববার (২৭ জুলাই) ২০৫ রানের বিশাল পুঁজি গড়েও অজিদের কাছে ৩ উইকেটে পরাজিত হয়েছে তারা।
এটি ছিল টি-টোয়েন্টিতে সপ্তমবারের মতো ওয়েস্ট ইন্ডিজের ২০০ বা তার বেশি রান তুলেও পরাজয়। ক্রিকেট ইতিহাসে আর কোনো দলেরই এমন বিব্রতকর রেকর্ড নেই। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে এদিন টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে কোনো ক্যারিবীয় ব্যাটসম্যানই ৩১ রানের বেশি করতে পারেননি। ওপেনার ব্রেন্ডন কিং ১৮ ও শাই হোপ ১০ রানে আউট হলেও শারফেন রাদারফোর্ড মাত্র ১৫ বলে ৪টি চার ও দুটি ছক্কায় সর্বোচ্চ ৩১ রান করেন। এছাড়া রভম্যান পাওয়েল ২৮, রোমারিও শেফার্ড ২৮ এবং জেসন হোল্ডার ২৬ রান করে দলকে ২০৫ রানে পৌঁছে দেন।
জবাবে অস্ট্রেলিয়ার হয়ে অ্যাডাম জাম্পা সর্বোচ্চ ৩টি এবং অ্যারন হার্ডি, জাভিয়ের বার্টলেট ও শন অ্যাবট ২টি করে উইকেট শিকার করেন। সিরিজ নিশ্চিত হয়ে যাওয়ায় এদিন বিশ্রাম দেওয়া হয় গত ম্যাচের সেঞ্চুরিয়ান টিম ডেভিডকে।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া শুরুতেই ধাক্কা খায়, অধিনায়ক মিচেল মার্শ দ্বিতীয় বলেই আউট হন। তবে এরপর জশ ইংলিস ও গ্লেন ম্যাক্সওয়েলের ৬৩ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় তারা। ম্যাক্সওয়েল মাত্র ১৮ বলে ৬টি ছক্কায় ৪৭ রান করেন। ইংলিস ৩০ বলে ৫১ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন। মাঝখানে কিছু উইকেট হারালেও ক্যামেরন গ্রিন একাই ম্যাচ জয়ের হাল ধরেন।
৩৫ বলে ৩টি করে চার ও ছক্কায় ৫৫ রানে অপরাজিত থেকে অজিদের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন গ্রিন। এছাড়া অ্যারন হার্ডি ২৩ রান করেন। ৪ বল এবং ৩ উইকেট হাতে রেখে সফরকারীরা জয়ের বন্দরে পৌঁছে যায়। উইন্ডিজের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন জেডিয়াহ ব্লেডস।
আপনার মতামত লিখুন: