রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২
ময়মনসিংহ

ময়মনসিংহে এনসিপির মঞ্চ প্রস্তুত, নিরাপত্তায় ৩৫০ পুলিশ

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২৭, ২০২৫, ০২:৪০ পিএম

ময়মনসিংহে এনসিপির মঞ্চ প্রস্তুত, নিরাপত্তায় ৩৫০ পুলিশ

ছবি- সংগৃহীত

দেশের রাজনৈতিক দলগুলোর কর্মসূচি ও সমাবেশ এখন জনসাধারণের মনোযোগের কেন্দ্রবিন্দু। রাজনৈতিক সমাবেশগুলোতে প্রায়ই জননিরাপত্তা এবং আইনশৃঙ্খলা রক্ষার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ময়মনসিংহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, যা একটি শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার জন্য প্রশাসনের প্রতিশ্রুতির ইঙ্গিত দেয়। এই ধরনের সমাবেশ স্থানীয় রাজনীতিতে নতুন গতিশীলতা আনতে পারে।

ময়মনসিংহ নগরীর টাউন হল প্রাঙ্গণে আগামীকাল সোমবার (২৮ জুলাই) বিকেল ৫টায় অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশের জন্য মঞ্চ প্রস্তুত করা হয়েছে। এই পদযাত্রার নিরাপত্তা নিশ্চিত করতে ৩৫০ জন পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এছাড়াও প্রশাসনের বিভিন্ন পর্যায় থেকেও নিরাপত্তা নিশ্চিতের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানা গেছে।

 

রোববার (২৮ জুলাই) দুপুরে নগরীর টাউন হল প্রাঙ্গণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী জেলা সদস্য সচিব আলী হোসেন শান্তিপূর্ণ এই পদযাত্রায় জেলার সর্বস্তরের জনগণকে অংশগ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, “এই পদযাত্রার মাধ্যমে দেশপ্রেম, গণতন্ত্র ও জনগণের অধিকারভিত্তিক রাজনীতির পক্ষে সচেতনতা সৃষ্টি করা হবে। এতে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল অংশগ্রহণের জন্য সবার সহযোগিতা কামনা করছি।”

এদিন বিকেলে নগরীতে পদযাত্রা শেষে টাউন হল প্রাঙ্গণে একটি সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে বক্তব্য রাখবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, ডক্টর তাসনিম জারাসহ দলের জ্যেষ্ঠ নেতারা।

সংবাদ সম্মেলন থেকে এই পদযাত্রা ও সমাবেশের সার্বিক নিরাপত্তার জন্য জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়। এ সময় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নির্বাহী কমিটির যুগ্ম সদস্য সচিব সাকিবুল হাসান, সদস্য আল মামুন, খলিল শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে, ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) কাজী আখতার উল আলম জানিয়েছেন, এনসিপির পদযাত্রা উপলক্ষ্যে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ প্রশাসন বদ্ধপরিকর। তিনি বলেন, “সোমবার এনসিপির সমাবেশ ঘিরে অতিরিক্ত ৩০০ থেকে ৩৫০ জন পুলিশ সদস্য নিরাপত্তায় মোতায়েন থাকবে। এছাড়া সমাবেশ ঘিরে বিভিন্ন বাহিনীর সমন্বয়ে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আশা করছি শান্তিপূর্ণভাবে এই পদযাত্রা সমাপ্ত হবে।”