রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

হোয়াটসঅ্যাপে একসঙ্গে সব আনরিড মেসেজ দেখবেন যেভাবে

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২৭, ২০২৫, ০৪:৪১ পিএম

হোয়াটসঅ্যাপে একসঙ্গে সব আনরিড মেসেজ দেখবেন যেভাবে

ছবি- সংগৃহীত

আধুনিক জীবনে হোয়াটসঅ্যাপ আমাদের দৈনন্দিন যোগাযোগের একটি অপরিহার্য অংশ। প্রতিদিন অসংখ্য মেসেজ, ছবি এবং ফাইল আদান-প্রদান হয় এই প্ল্যাটফর্মে। ব্যস্ততার কারণে অনেক সময়ই দীর্ঘ চ্যাট হিস্টোরি দেখা সম্ভব হয় না। ব্যবহারকারীদের এই সমস্যার সমাধানে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ একটি নতুন এআইচালিত ফিচার নিয়ে আসছে, যা প্রযুক্তিপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। এই ফিচারটি ব্যবহারের পদ্ধতি এবং এর কার্যকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য একটি নতুন এআইচালিত ফিচার নিয়ে আসছে। এই ফিচারটির নাম ‘কুইক রিক্যাপ’। এটি এমন সব ব্যবহারকারীদের জন্য খুবই সহায়ক হবে, যারা সময় বাঁচাতে চান এবং দীর্ঘ চ্যাট স্ক্রল করে আনরিড মেসেজ দেখতে চান না।

 

নতুন কুইক রিক্যাপ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা দীর্ঘ সময়ের চ্যাটের সম্পূর্ণ সারাংশ দ্রুত পেয়ে যাবেন। যদি কোনো ব্যবহারকারী দীর্ঘদিন ধরে কোনো চ্যাট না খোলেন এবং সেখানে অনেক মেসেজ জমা হয়, তাহলে এই ফিচারটি কয়েক সেকেন্ডের মধ্যেই মেসেজগুলোর একটি সংক্ষিপ্ত সারসংক্ষেপ তৈরি করে দেবে।

এই ফিচারটি মেটা এআইয়ের সাহায্যে কাজ করবে। ব্যবহারকারীরা সর্বোচ্চ পাঁচটি পর্যন্ত চ্যাট নির্বাচন করতে পারবেন। এরপর চ্যাট স্ক্রিনের উপরের ডান দিকের থ্রি-ডট মেন্যুতে ক্লিক করে 'কুইক রিক্যাপ' ফিচারটি নির্বাচন করলে মেসেজের সারাংশটি দেখা যাবে। এই ফিচারটি ব্যক্তিগত এবং গ্রুপ চ্যাট উভয় ক্ষেত্রেই কাজ করবে।

হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, এই ফিচারটি 'মেটা প্রাইভেট প্রসেসিং' প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। ফলে মেসেজের ডেটা কখনই হোয়াটসঅ্যাপ বা মেটার কাছে রিডেবল ফরম্যাটে যাবে না। ডেটা সবসময় এনক্রিপ্ট করা থাকবে, যা ব্যবহারকারীদের গোপনীয়তা নিশ্চিত করবে। তবে 'অ্যাডভান্স চ্যাট প্রাইভেসি' দ্বারা সুরক্ষিত মেসেজগুলো এই ফিচারের অন্তর্ভুক্ত থাকবে না।