রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২৭, ২০২৫, ১১:১৮ এএম

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

ছবি- সংগৃহীত

শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ের জন্য আন্দোলন বাংলাদেশের একটি সাধারণ চিত্র। স্থায়ী ক্যাম্পাস নির্মাণ, নিয়োগ পরীক্ষা স্থগিতের মতো ইস্যুগুলো প্রায়ই শিক্ষার্থীদের আন্দোলনে নামতে বাধ্য করে। সিরাজগঞ্জে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও একই ধরনের সমস্যার সম্মুখীন। তাদের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবি দীর্ঘদিন ধরে ঝুলে আছে এবং সম্প্রতি একজন পরিবেশ উপদেষ্টার মন্তব্যের পর তাদের ক্ষোভ আরও বেড়েছে। এই ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে তারা ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধের মতো কঠোর কর্মসূচি গ্রহণ করেছে।

স্থায়ী ক্যাম্পাস নির্মাণের ডিপিপি (ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল) দ্রুত অনুমোদন এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের পদত্যাগের দাবিতে সিরাজগঞ্জে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

 

আজ রোববার (২৭ জুলাই) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থী বিসিক বাসস্ট্যান্ড এলাকায় রাস্তায় বসে পড়েন। এ সময় তারা মুহুর্মুহু স্লোগানে পুরো এলাকা মুখর করে তোলেন। তাদের কণ্ঠে ‘ভাড়া না ক্যাম্পাস, ক্যাম্পাস ক্যাম্পাস’, ‘সবার ক্যাম্পাস সজ্জিত, আমরা কেনো বঞ্চিত’ এবং ‘এক দুই তিন চার, রিজওয়ানা গদি ছাড়’ স্লোগান শোনা যায়।

অবরোধের ফলে ঢাকা ও পাবনাগামী উভয়মুখী যানবাহন আটকে আছে। ধীরে ধীরে যানজট তীব্র আকার ধারণ করছে এবং রাস্তার দুই পাশে দীর্ঘ যানবাহনের সারি তৈরি হয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন যাত্রী ও চালকেরা।

শিক্ষার্থীদের এই কঠোর কর্মসূচির আগে গত শনিবার (২৬ জুলাই) তারা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবস বয়কট করে কালো ব্যাজ ধারণ ও মানববন্ধন করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন এরই মধ্যে বাংলা, অর্থনীতি ও ব্যবস্থাপনা বিভাগের লিখিত ও মৌখিক পরীক্ষাসহ চলমান নিয়োগ পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে।

শিক্ষার্থীদের এই আন্দোলনের মূল কারণ হলো গত ১৬ জুন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের একটি মন্তব্য। তিনি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস পরিদর্শনে এসে বলেছিলেন, “এই দাবি যৌক্তিক, তবে বাংলাদেশে কিছু পেতে হলে দীর্ঘ সময় ধরে চেষ্টা করতে হয়।” তার এই মন্তব্যের পর থেকেই শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে।