রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

যশোর-বেনাপোল মহাসড়কে যানজট

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২৭, ২০২৫, ১০:৫৪ এএম

যশোর-বেনাপোল মহাসড়কে যানজট

ছবি- সংগৃহীত

যানজট বাংলাদেশের একটি প্রধান সমস্যা, যা শুধু শহর অঞ্চলেই সীমাবদ্ধ নয়, বরং দেশের গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোতেও এর প্রভাব দেখা যায়। যশোর-বেনাপোল মহাসড়কটি দেশের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক পথ, যা বেনাপোল স্থলবন্দরের সঙ্গে যোগাযোগ রক্ষা করে। এই সড়কে যানজট সৃষ্টি হলে তা শুধু স্থানীয়দেরই নয়, বরং আন্তর্জাতিক বাণিজ্য ও পর্যটকদেরও দুর্ভোগে ফেলে। সম্প্রতি এই সড়কে যানজটের প্রধান কারণ হিসেবে চালকদের শৃঙ্খলার অভাব উঠে এসেছে।

যশোর-বেনাপোল মহাসড়কের বিভিন্ন স্থানে বাসচালকদের শৃঙ্খলার অভাবে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। বাসস্টপেজ থাকা সত্ত্বেও চালকরা যথেচ্ছভাবে সড়কের ওপর গাড়ি থামিয়ে যাত্রী উঠানামা করাচ্ছেন। এতে মহাসড়ক প্রায়ই অচল হয়ে পড়ছে, বিশেষ করে সন্ধ্যায় পণ্যবাহী ট্রাকের চাপ বাড়লে যানজট আরও ভয়াবহ আকার ধারণ করে। এ বিষয়ে হাইওয়ে কর্তৃপক্ষের উদাসীনতার অভিযোগ উঠেছে।

সরেজমিনে দেখা গেছে, গদখালীর ফুলের রাজ্য যাওয়ার রাস্তার আগে এবং বিপরীত পাশে কর্তৃপক্ষের তৈরি করা বাসস্টপেজ রয়েছে। কিন্তু চালকরা সেখানে না থেমে সড়কের ওপরই গাড়ি থামিয়ে যাত্রী উঠানামা করাচ্ছেন। এতে একই সময়ে একসঙ্গে একাধিক বাস সড়কের দুপাশে দাঁড়িয়ে থাকায় যানজট তৈরি হচ্ছে। এই চিত্র শুধু গদখালী নয়, চাঁচড়া চেকপোস্ট, নতুনহাট, ঝিকরগাছা বাসস্ট্যান্ড, নাভারণ সাতক্ষীরা মোড়, রেল বাজারসহ প্রায় সবকটি বাসস্টপেজেই একই রকম।

গদখালী বাজারের মুদি দোকানি ফারুক হোসেন বলেন, “বাসগুলো রাস্তা দখল করে দাঁড়িয়ে থাকার কারণে বাজারে তীব্র যানজট সৃষ্টি হয়। বিশেষ করে ছুটির দিনে পর্যটকদের আনাগোনা বাড়লে যানজটের তীব্রতা ভয়াবহ আকার ধারণ করে।”

নাগরিক অধিকার আন্দোলন ঝিকরগাছার আহ্বায়ক আশরাফুজ্জামান বাবু বলেন, “বেশি যাত্রীর আশায় বাসচালকরা মহাসড়ক আটকে দাঁড়িয়ে থাকেন, যেন পরের বাস তাকে ওভারটেক করতে না পারে। এছাড়াও সড়কের ওপর থ্রি-হুইলার পার্কিংয়ের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।”

ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) তরিকুল ইসলাম। তিনি বলেন, “এই অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি চাই। যানজট নিরসনে নাভারণ হাইওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।”

নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান বলেন, “এ বিষয়ে নাভারণ হাইওয়ে পুলিশ তৎপর রয়েছে। স্টপেজে না দাঁড়িয়ে যানজট সৃষ্টিকারীদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, এ বিষয়ে বাস মালিক সমিতির সঙ্গে কথা বলে সমাধান করা হবে। তা না হলে কঠোরভাবে আইন প্রয়োগ করা হবে।”

হাইওয়ে পুলিশের যশোর সার্কেলের সিনিয়র এএসপি নাসিম খানও এ বিষয়ে খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।